Advertisement

ইংল্যান্ডের ড্রেসিংরুমে বিশেষ ডাকনাম সিরাজের? ম্যাচ শেষে ফাঁস প্রাক্তন তারকার

এই সময়

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

,ANI,সৌজন্যে ANI
,ANI,সৌজন্যে ANI

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজ়ে চর্চায় উঠে এসেছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। পাঁচ টেস্টে নিয়েছেন ২৩টি উইকেট। নেতৃত্ব দিয়েছেন বুমরাহীন ভারতের পেস অ্যাটাককে। ওভালে ম্যাচ জিতিয়েছেন ভারতকে। তবে ম্যাচে বহুবারই ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হয়ে উঠেছেন মহম্মদ সিরাজ। উইকেট নিয়ে আগ্রাসী ভঙ্গিমায় করেছেন সেলিব্রেশন। ইংল্যান্ডের ক্রিকেটারদের চোখে চোখ রেখে জবাব দিয়েছেন

আর এই নিয়ে শুধু ভারতীয়দের মধ্যে নয়, চর্চা চলছে ইংল্যান্ডের ড্রেসিংরুমেও। তাই সিরাজকে একটি বিশেষ নামে ডাকতে শুরু করেছেন তাঁরা। ম্যাচ শেষে সেটা ফাঁস করলেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড।

সিরাজকে কোন নামে ডাকেন ইংল্যান্ডের ক্রিকেটাররা?

এই সিরিজ়ে ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা গিয়েছে স্টুয়ার্ট ব্রডকে। ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচ শুরুর আগে নেট প্র্যাক্টিস করছিলেন দুই দলের ক্রিকেটাররা। তখন মাঠে উপস্থিত ছিলেন ব্রড। সেই সময়ের একটা ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

Mohammed Siraj celebrated taking the winning wicket in India's win over England with Cristiano Ronaldo's Siuuu 🗣️ pic.twitter.com/yE7LnRQigh

ব্রড বলেন, ‘আমি তখন মাঠেই ছিলাম। বেন ডাকেট ব্যাটিং প্র্যাক্টিস করছিলেন। অন্য দিকে সিরাজ পাশেই ভারতের নেটে একটানা বোলিং করছিলেন। তখন ডাকেট হাসিমুখে সিরাজকে ডেকে বলেন, ‘সুপ্রভাত, মিস্টার অ্যাংরি। কেমন আছ তুমি?’ জবাবে সিরাজ কিছু না বললেও হাসি ফুটে ওঠে তাঁর মুখে। যেহেতু খেলার মধ্যে সব সময় লড়াকু মানসিকতা নিয়ে থাকে সিরাজ, তাই ইংল্যান্ডের ক্রিকেটাররা ওঁকে মিস্টার অ্যাংরি বলে ডাকেন।’

mohammed siraj

সিরাজের ভূয়সী প্রশংসা করেছেন ব্রড। জানিয়েছেন, হ্যারি ব্রুকের ক্যাচ মিস করার পরে কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন সিরাজ। পাঁচ ওভার পরে মাঠে ফেরেন নিজেকে শান্ত করে। তারপরেও যেভাবে কামব্যাক করেছেন এবং বোলিং করেছেন, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য।

Mohammed Siraj

Lading . . .