এশিয়া কাপের সুপার ফোরে ভারত, খাদের কিনারায় পাকিস্তান-বাংলাদেশ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রত্যাশিত ছিল আগেই, এ বার তাতে সিলমোহর পড়ল। এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল ভারতীয় ক্রিকেট দল। গ্রুপের প্রথম দুই ম্যাচে UAE ও পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সোমবার ‘A’ গ্রুপের অন্য ম্যাচে ওমানের বিরুদ্ধে নেমেছিল UAE। এই ম্যাচে ৪২ রানে জয় জয় পায় UAE। আর এই ফলাফলের পরেই প্রথম দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেয় ভারত।
এর ফলে চাপ বাড়ল পাকিস্তানের উপরে। নিজেদের শেষ ম্যাচে হারলেই এশিয়া কাপ থেকে ছিটকে যাবে তারা। অন্য দিকে ‘B’ গ্রুপের ম্যাচে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। হংকংকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছেন পাথুম নিশঙ্কা-ওয়ানিন্দু হাসারাঙ্গারা। এই জয়ের ফলে ‘B’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ। পরের ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে তারা।
কেন চাপ বাড়ল বাংলাদেশ ও পাকিস্তানের উপরে?
এই মুহূর্তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘A’ গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে নামবে তারা। বর্তমান ফর্মের বিচারে বিশেষজ্ঞরা মনে করছেন, সহজেই ওই ম্যাচে জয় পাবে টিম ইন্ডিয়া। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে উঠবে তারা।
UAE cruise to a comfortable victory ✌️
Shephered by Waseem & Sharafu's big hitting knocks & led by an all-round bowling attack, 🇦🇪 march on to a massive win. 💪 #UAEvOMAN #DPWorldAsiaCup2025 #ACC pic.twitter.com/3LuZ0taT07
অন্য দিকে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে রয়েছে UAE। শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। তাই পাকিস্তানের কাছে ওটাই শেষ সুযোগ সুপার ফোরে যাওয়ার। হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নেবেন শাহিন আফ্রিদিরা।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘B’ গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। তারাও এগিয়ে সুপার ফোরে যাওয়ার দৌড়ে। প্রথম ম্যাচে জিতে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। অন্য দিকে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। তাদের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধেই। এই ম্যাচে হারলেই এশিয়া কাপ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে।
Sri Lanka edged past the line in Dubai, thanks to Pathum Nissanka’s knock and timely fireworks from the lower order 🇱🇰 #SLvHK #DPWorldAsiaCup2025 #ACC pic.twitter.com/CIlXxnl9uC
কী হয়েছে সোমবার দুই ম্যাচের ফল?
সোমবার ওমানের বিরুদ্ধে ৪২ রানে জয় পেয়েছে UAE। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭২ রান তোলে UAE। বড় রান করেন দুই ওপেনার আলিশান শরাফু (৫১) ও মহম্মদ ওয়াসিম (৬৯)। জবাবে ১৩০ রানেই অল-আউট হয়ে যায় ওমান। ৪ উইকেট তুলে নেন UAE-র জুনাইদ সিদ্দিকি।
অন্য ম্যাচে শ্রীলঙ্কা ৪ উইকেটে জিতেছে হংকংয়ের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৪৯ রান তোলে হংকং। বড় রান করেন অংশুমান রথ (৪৮) ও নিজ়াকত খান (৫২)। রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার পাথুম নিশঙ্কা (৬৮)।