Advertisement

নতুন দায়িত্ব নিয়ে এশিয়া কাপে যাচ্ছেন নান্নু

ঢাকা পোস্ট

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের আসর, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের আসরে নতুন দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু৷ জাতীয় দলের সাবেক এই প্রধান নির্বাচক আসন্ন এশিয়া কাপে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন। এসিসি থেকে আমন্ত্রণ পাওয়ার খবর ঢাকা পোস্টকে নিজেই নিশ্চিত করেছেন। তবে ভিসা জটিলতার কারণে এখনো আমিরাতে যেতে পারেননি। আজ ভিসা পেলেই উড়াল দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে ৫টি দেশ থেকে থাকছেন টেকনিক্যাল কমিটির সদস্যরা৷ এদিকে আসন্ন টুর্নামেন্টে প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এসএইচ/এফআই

Lading . . .