Advertisement

দ. আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে যেসব রেকর্ড ভাঙল

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দ. আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে যেসব রেকর্ড ভাঙল
দ. আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে যেসব রেকর্ড ভাঙল

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ঝড় উঠল পূর্ণ শক্তিতে। হ্যারি ব্রুকের দল গড়ল একের পর এক বিশ্বরেকর্ড, ছুঁয়ে ফেলল ৩০০ রানের মাইলফলকও।

ওপেনার জস বাটলার ও ফিল সল্টের বিধ্বংসী জুটিতে ইংল্যান্ড ২০ ওভারে তোলে অবিশ্বাস্য ৩০৪/২ রান। পরে ১৪৬ রানের ব্যবধানে জয় পায় তারা। এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে মাত্র তৃতীয়বার ৩০০ প্লাস ইনিংস, এবং প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দলের অংশগ্রহণে।

বিশ্বরেকর্ড সংগ্রহ

৩০৪/২ – আইসিসির পূর্ণ সদস্য দলের মধ্যে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ভারতের রেকর্ড ছিল ২৯৭/৬ (বাংলাদেশের বিপক্ষে, হায়দরাবাদ, ২০২৪)। কেবল জিম্বাবুয়ের ৩৪৪/৪ (গাম্বিয়ার বিপক্ষে, ২০২৪) এবং নেপালের ৩১৪/৩ (মঙ্গোলিয়ার বিপক্ষে, ২০২৩) এর চেয়ে কম।

ইংল্যান্ড দ্বিতীয়বার ২৫০ এর বেশি সংগ্রহ পেল। দক্ষিণ আফ্রিকা হয়ে গেল প্রথম পূর্ণ সদস্য দল, যারা তিনবার ২৫০ এর বেশি রানের ইনিংস হজম করল।

দ্রুততম দলীয় মাইলফলক

১২.১ ওভার – মাত্র ১২.১ ওভারে ইংল্যান্ড ২০০ রান স্পর্শ করে, টেস্ট খেলুড়ে দলের মধ্যে দ্রুততম। কেবল বুলগেরিয়া (১১.৫ ওভার) দ্রুততর।

এছাড়া দ্বিতীয় দ্রুততম ১৫০ (৯ ওভারে) এবং দ্রুততম ২৫০ (১৬.২ ওভারে) রানের রেকর্ডও গড়েছে ইংল্যান্ড।

সল্টের ঝড়

ফিল সল্ট করেন ৩৯ বলে সেঞ্চুরি—যা ইংল্যান্ডের হয়ে দ্রুততম। ভেঙে দেন লিয়াম লিভিংস্টোনের ৪২ বলে শতকের রেকর্ড (পাকিস্তানের বিপক্ষে, ২০২১)।

অপরাজিত ১৪২ রান ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও, তার আগের রেকর্ড (১১৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩) ছাড়িয়ে। এটি পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তম সর্বোচ্চ স্কোর এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ।

পাওয়ার প্লের তাণ্ডব

১০০/০ – ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ পাওয়ারপ্লে সংগ্রহ, এবং টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তমবার কোনো দল ৬ ওভারে ১০০ এর বেশি রানের কীর্তি।

বাটলার ও সল্ট হয়ে গেলেন প্রথম পূর্ণ সদস্য দলের ওপেনিং জুটি, যারা একই ইনিংসে ২০ বলের কমে ফিফটি করেছেন।

রেকর্ড জয়ের ব্যবধান

১৪৬ রানের জয়ে ইংল্যান্ড পেল তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় জয়। তবে পূর্ণ সদস্য দলের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যবধান। এর আগে ভারতের জয়—১৬৮ রানে (নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০২৩) এবং ১৫০ রানে (ইংল্যান্ডের বিপক্ষে, ২০২৪)।

এমএইচএম

আরও পড়ুন

Lading . . .