স্কিন ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক, এখন কেমন আছেন প্রাক্তন অজ়ি তারকা?
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

বুধবার সকালে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্কের পোস্ট চমকে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। ইন্সটাগ্রামে একটি পোস্টে তাঁর স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে জানান প্রাক্তন অজ়ি অধিনায়ক। সম্প্রতি সার্জারি হয়েছে তাঁর। সেই ছবি শেয়ার করে ক্লার্ক বার্তা দিয়েছেন নিজের ত্বক নিয়ে সচেতন থাকার। ৪৪ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটারের পোস্ট সামনে আসার পর থেকেই চর্চা চলছে তাঁকে নিয়ে।
এখন কেমন আছেন মাইকেল ক্লার্ক?
ইন্সটাগ্রামে শেয়ার করা ওই পোস্টে ক্লার্ক লেখেন, ‘স্কিন ক্যান্সারের বিষয়টা সত্যি, বিশেষত অস্ট্রেলিয়ায়। আজ সকালেই আমার নাক থেকে আরও একটা অংশ কেটে নেওয়া হয়েছে এই কারণে। প্রত্যেকের কাছেই একটা অনুরোধ জানাচ্ছি, নিয়মিত নিজের ত্বক সম্পর্কে যত্ন নিন এবং চেক-আপ করান। কিছু ক্ষেত্রে প্রতিকারের চেয়ে আগে থেকে সতর্ক হওয়া ভালো। নিয়মিত চেক-আপ এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ।’ ওই পোস্টে চিকিৎসক বিশ সোলিমানকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
A post shared by Michael Clarke AO (@michaelclarkeofficial)
তবে রোগের বিরুদ্ধে মাইকেল ক্লার্কের লড়াই এই প্রথম নয়। ২০০৬ সালে প্রথম এই রোগ ধরা পড়ে তাঁর। এর পরে এই ১৯ বছরে কমপক্ষে ১২ বার ক্যান্সার আক্রান্ত অংশ সার্জারির মাধ্যমে তুলে ফেলা হয়েছে ক্লার্কের ত্বক থেকে। গত বছর বুক থেকে বেসাল সেল কার্সিনোমা তুলে ফেলার জন্য সার্জারিও হয়েছিল তাঁর।
🔹 115 Tests, 245 ODIs, 34 T20Is
🔹 17,112 international runs
🔹 94 wickets #OnThisDay in 2015, former Australia skipper Michael Clarke bid goodbye to international cricket.
What's your favourite Clarke memory? pic.twitter.com/rgYwGoVZ7t
তবে সচেতন হওয়ার বার্তা অনেকদিন ধরেই দিচ্ছেন ক্লার্ক। ২০২৩ সালে যুক্ত হন অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে। বছরে অন্তত দু’বার ফুল স্কিন চেক-আপের কথাও বলেন। গোটা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়াতেই সবচেয়ে বেশি মানুষ স্কিন ক্যান্সারে আক্রান্ত হন। ৭০ বছরের মধ্যে প্রতি তিনজন অস্ট্রেলিয়ানের মধ্যে দু’জন আক্রান্ত হন এই রোগে। তাই সবার উদ্দেশেই এই বার্তা বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের।