Advertisement

ইংল্যান্ডে মুখোমুখি রায়না-আফ্রিদিরা, কখন ও কোথায় দেখবেন ভারত-পাক ম্যাচ?

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

কখন কোথায় দেখবেন ভারত-পাক ম্যাচ?,Ei Samay
কখন কোথায় দেখবেন ভারত-পাক ম্যাচ?,Ei Samay

পহেলগাম হামলার পরে এই প্রথম ক্রিকেট মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। তবে বিরাট-রোহিতরা নন, দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররা নামবেন এই মেগা ম্যাচে। শুক্রবার অর্থাৎ ১৮ জুলাই থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগ। ৬ দেশকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নামবে ভারত। বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

পহেলগাম হামলার সময়ে পাকিস্তানের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভারতের অনেক প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের অনেক পোস্টের উত্তরও দেন তাঁরা। BCCI জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট নয়। এ বার ক্রিকেট মাঠে দুই দলের মুখোমুখি হওয়ায় ম্যাচ নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের।

কারা রয়েছেন ভারতীয় দলে?

ভারতের এই টিমকে নেতৃত্ব দেবেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। ভারতের ব্যাটিং লাইন-আপ যথেষ্ট শক্তিশালী। শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, অম্বাতি রায়াড়ু, ইউসুফ পাঠানের মতো ক্রিকেটাররা রয়েছেন স্কোয়াডে।

পেস আক্রমণে রয়েছেন বিনয় কুমার, বরুণ অ্যারন, স্টুয়ার্ট বিনিরা। স্পিন বিভাগে আছেন হরভজন সিং, পীযূষ চাওলারা। তাই পাকিস্তানের দলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবেন তাঁরা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Yuvraj. Gayle. AB. Morgan. Legends who defined an era 🙌

They’re back and they mean business 🔥

Who will take home the WCL trophy?

Stream every minute of #WCL2025 LIVE, only on FanCode 📲 pic.twitter.com/sPrMvZ1d04

টুর্নামেন্টে কেমন ছন্দে আছে পাকিস্তান দল?

শুক্রবার প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। হাড্ডাহাড্ডি ম্যাচে ৫ রানে জয় পেয়েছেন মহম্মদ হাফিজ়, শোয়েব মালিকরা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬০ রান তোলে পাক দল। ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন মহম্মদ হাফিজ়। জবাবে রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৫৫ রানে থামে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চাইবে পাকিস্তান।

Arambiklama? The grind has begun 💪🏻☄️ #WCLIndiaChampions #WorldChampionshipOfLegends #OnceAChampionAlwaysAChampion #WCL2025 pic.twitter.com/al4txewief

কখন শুরু হবে ভারত-পাক ম্যাচ?

২০ জুলাই অর্থাৎ রবিবার ভারতীয় সময় রাত ৯টা থেকে শুরু হবে এই ম্যাচ। বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে খেলা হবে ম্যাচ।

Kicking off the season the classy way ✨ #WCLIndiaChampions #WorldChampionshipOfLegends #OnceAChampionAlwaysAChampion #WCL2025 pic.twitter.com/HXCwN4kRV4

কোথায় দেখবেন ভারত-পাক ম্যাচ?

টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হবে এই ম্যাচের। তাছাড়াও ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ ম্যাচ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

Lading . . .