Advertisement

বিসিবির লেভেল-৩ কোচিং কোর্স শুরু

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে শুরু হয়েছে লেভেল থ্রি কোচিং কোর্স। সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া পাঁচ দিনের এই কোর্সে স্থানীয় অভিজ্ঞ কোচদের আধুনিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও পেশাদার সরঞ্জাম দিয়ে সমৃদ্ধ করার পরিকল্পনা বিসিবির। যাতে তারা সর্বোচ্চ স্তরে কার্যকরভাবে কাজ করতে পারেন।

বিসিবি জানিয়েছে, এই কোর্সটি কেবল প্রযুক্তিগত এবং কৌশলগত বোঝাপড়াকে গভীর করার জন্যই নয়, বরং প্রতিটি কোচের প্রোগ্রাম পরিচালনা, দল পরিচালনা এবং হাই-পারফরম্যান্সমূলক ক্রিকেট পরিবেশের জন্য। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর বিসিবি লেভেল ৩ কোচিং সার্টিফিকেট প্রদান করবে, যা জাতীয়ভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক কোচিং মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই কোর্সের জন্য আনা হয়েছে বিশেষজ্ঞ তিন কোচ রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল ও জিওফ লসনকে। এ ছাড়াও বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ ও নাতাশা ক্যাম্পবেলও আছেন প্রশিক্ষকদের তালিকায়।

লেভেল থ্রি কোচিং কোর্সে অংশ নিয়েছেন বিসিবি ও বিসিবির বাইরের প্রায় ২০ জন কোচ। জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে আছেন, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, ফয়সাল হোসেন ডিকেন্স, শাহরিয়ার নাফীস, তুষার ইমরান, এনামুল হক জুনিয়ররা। এই কোচিং কোর্সে আধুনিক কোচিং পদ্ধতি, খেলোয়াড়দের মান উন্নয়ন, হাই পারফরম্যান্স (এইচপি) ম্যানেজমেন্ট, ক্রীড়া বিজ্ঞান ও ক্রিকেটের নির্দিষ্ট কারিগরি দক্ষতার ব্যাপারে জানানো হবে কোচদের। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং ইউনিট থেকেও বিশেষজ্ঞরা থাকবেন এতে।

পাঁচ দিনের কোর্সে কোচিংয়ের দর্শন, দক্ষতা অর্জন, বায়োমেকানিক্স, যোগাযোগ দক্ষতা, গেম সেন্স, শারীরিক প্রস্তুতির মতো বিষয়ের পাশাপাশি ব্যাটিং, পেস ও স্পিন বোলিং, উইকেটকিপিং, ফিল্ডিং, ক্যাচিং ও গেম-ভিত্তিক ট্রেনিংয়ের মতো ব্যবহারিক মডিউলও থাকছে।মানসিক দৃঢ়তা, নেতৃত্ব,স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট ও নৈতিক দায়িত্বকেও গুরুত্ব দেয়া হয়েছে। পুরো প্রোগ্রামে প্রতিফলনমূলক শিক্ষা ও তাৎক্ষণিক মূল্যায়নে জোর দেয়া হবে। কোচিং সংশ্লিষ্ট কম্পিউটার দক্ষতা যেমন ভিডিও বিশ্লেষণ, ডিজিটাল রিপোর্টিং, প্রেজেন্টেশন- উন্নয়নেও বিশেষ ডিজিটাল অংশও যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

Lading . . .