প্রকাশ: ১ জুলাই, ২০২৫

বার্বাডোজে সিরিজের প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র তিন দিনেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয় প্যাট কামিন্সের দল। বল হাতে জশ হ্যাজলউড ছিলেন মূল ভুমিকায়, নিয়েছেন ৫ উইকেট।
শেষ ইনিংসে ৩০১ রানের লক্ষ্য পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা মোটামুটি হলেও ধস নামে জশ হ্যাজলউডের দুর্দান্ত এক স্পেলে। ইনিংসের মাঝপথে মাত্র ৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। স্কোরবোর্ডে তখন মাত্র ৫৬/৫।
এরপরও কিছুটা লড়াই করেন জাস্টিন গ্রেভস (অপরাজিত ৩৮) ও শামার জোসেফ (৪৪)। তবে তা ম্যাচে ফিরিয়ে আনেনি দলকে। হ্যাজলউড ৫/৪৩ বোলিং ফিগার নিয়ে স্বাগতিকদের বিধ্বস্ত করেন। এরপর আম্পায়ারদের সিদ্ধান্তে খেলার সময় ৩০ মিনিট বাড়লে অস্ট্রেলিয়া বাকিটাও সেরে ফেলে—নাথান লায়ন নেন শেষ দুই উইকেট।
এর আগে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ৩১০ রান। ৬৫/৪ স্কোর থেকে ট্রাভিস হেড (৬১) ও বো ওয়েবস্টার (৬৩) গুরুত্বপূর্ণ জুটি গড়েন। পরে অ্যালেক্স কেরি নিচের সারির ব্যাটারদের নিয়ে চালিয়ে যান কার্যকর ব্যাটিং, খেলেন ৬৫ রানের ইনিংস। তবে বল হাতে আলো ছড়ান শামার জোসেফ, তুলে নেন ৫ উইকেট।
এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
প্রথম টেস্ট, ব্রিজটাউন (তৃতীয় দিন)
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১৮০ (হেড ৫৯; সিলস ৫/৬০) ও ৩১০ (কেরি ৬৫; শামার জোসেফ ৫/৮৭)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯০ (হোপ ৪৮; স্টার্ক ৩/৬৫) ও ১৪১ (জোসেফ ৪৪; হ্যাজলউড ৫/৪৩)
অস্ট্রেলিয়া ১৫৯ রানে জয়ী, সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে।
এমএইচএম
আরও পড়ুন