‘যোগ্য জবাব দিয়েছি…’, হ্যান্ডশেক বিতর্কে মুখ খুললেন ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বয়কটের আবহেও এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে প্রত্যাশা মতোই। আর তাতে দাপুটে জয় পেয়েছে ভারত। কুলদীপ যাদবের স্পিনের জাদুতে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সূর্যকুমার যাদব, তিলক বর্মাদের দাপটে সহজেই জয় পায় ভারত। ক্রিকেট মাঠের পাশাপাশি এ বার অন্য ভাবেও পাকিস্তানকে জবাব দিল ভারত। টসের সময়ে পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও কারও সঙ্গে সৌজন্য বিনিময় না করেই চলে যান তিনি। এই ঘটনায় খুশি হননি পাক ক্রিকেটপ্রেমীরা। তবে নিজের সিদ্ধান্তকে সঠিক বলেই জানিয়েছেন সূর্য। জানালেন, যোগ্য জবাব দিয়েছেন।
এই নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন সূর্যকুমার যাদব। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘ছক্কা মেরেই সোজা ডাগআউটের দিকে হেঁটে চলে যান। অন্যরা দাঁড়িয়েছিলেন, কিন্তু আপনি সেটা উপেক্ষা করেই চলে যান। আগে থেকেই কি ম্যাচ শেষের এই বিষয়টা টিম মিটিংয়ে নির্ধারিত ছিল?’ এই প্রশ্নের উত্তর দিতে বিন্দুমাত্র ভাবতে হয়নি সূর্যকে।
তিনি বলেন, ‘আমি মনে করি সবদিক থেকেই আমরা পারফেক্ট ছিলাম। সরকার ও BCCI এই বিষয়ে আগে থেকেই একমত ছিল। বাকি সিদ্ধান্ত আমরা এখানে এসে নিয়েছি। আমরা শুধুমাত্র ম্যাচ খেলতেই এসেছিলাম। তাই সব দিক থেকেই ওঁদের যোগ্য জবাব দিয়েছি। জীবনে কিছু কিছু জিনিস স্পোর্টসম্যান স্পিরিটের বাইরেও হয়। প্রেসেন্টেশন সেরেমনিতেও একই কথা বলেছি। পহেলগাম হামলায় নিহতদের পাশে রয়েছি আমরা।’
Well done Team India! After hitting the winning shot, Suryakumar Yadav and Shivam Dube went straight towards the dressing room. No one from the Indian dugout came out to shake hands, while the Pakistan team stood waiting, but the Indian team didn’t shake hands with them.💪🇮🇳 pic.twitter.com/Qld6Kf0KhO
ম্যাচ শেষে এই জয় তিনি উৎসর্গ করেন দেশের সেনাবাহিনীকে। বার্তা দেন পহেলগামে জঙ্গি হামলায় নিহতদের পাশে থাকার। ক্যাপ্টেনের এই পদক্ষেপ মন জিতেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।