Advertisement

এশিয়া কাপ খেলতে দুভাগে আমিরাত যাবে বাংলাদেশ

চ্যানেল আই

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০তে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এখন এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা আসরটিতে অংশ নিতে রোববার ঢাকা ছাড়বে টিম টাইগার্স। দুভাগে বিভক্ত হয়ে লিটন দাসের দল যাবে আরব আমিরাতে।

এক বার্তায় বাংলাদেশ দলের আরব আমিরাত যাত্রার সময় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সকাল ১০টা ১৫ মিনিটে প্রথমভাগে ঢাকা ছাড়বেন খেলোয়াড় ও অফিশিয়ালরা। বাকিরা আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবেন সন্ধ্যা সাড়ে সাতটায়।

আগামী ৯ সেপ্টেম্বরে আবুধাবিতে পর্দা উঠে ২৮ সেপ্টেম্বর দুবাইতে ফাইনাল নিয়ে পর্দা নামবে আসন্ন আসরের। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপপর্বে টাইগারদের বাকি দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। তিনটি ম্যাচই আবুধাবিতে খেলবে বাংলাদেশ।

Lading . . .