অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
প্রকাশ: ২ জুলাই, ২০২৫

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট উপমহামহাদেশের দলগুলোর অংশগ্রহণের কথা জানিয়েছে। ২০২৪ সালে ৯ দলের আসরে ফাইনালে খেলেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল, রানার্সআপ হয় অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে। পাকিস্তান শাহীনস তৃতীয়বারের মত খেলবে। নতুন করে যোগ দিচ্ছে নেপাল জাতীয় দল। এছাড়া বিগ ব্যাশের কয়েকটি দলসহ কয়েকটি দলসহ অংশ নেবে আরও ৮টি দল। আগামী সপ্তাহের শেষ দিকে বাকি দলগুলোর নাম ঘোষণা করা হবে।
আগামী ১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ডারবিনের টিআইও স্টেডিয়ামে স্থানীয় ‘পাকিস্তান স্বাধীনতা দিবস’ উদযাপনের অংশ হিসেবে স্বতন্ত্র মার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেছেন, ‘পিসিবি ও বিসিবিকে আবার ডারবিনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান ও বাংলাদেশ, বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে অংশগ্রহণ নিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ডারবিনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে।’