প্রিটোরিয়াস-বশের সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার
প্রকাশ: ১ জুলাই, ২০২৫

টেস্ট অভিষেকেই লুয়া-ড্রে প্রিটোরিয়াস ও আট নম্বরে নামা কর্বিন বশের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ৯০ ওভারে ৯ উইকেটে ৪১৮ রান করে ইনিংস ষোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫৩ রানের দুর্দান্ত ইনিংসে বহু রেকর্ডের মালিক হয়েছেন প্রিটোরিয়াস। ১০০ রান তুলে দিন শেষে অপরাজিত ছিলেনর বশ। বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৪ উইকেট হারায় টেস্ট ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ৩ উইকেটই নেন পেসার তানাকা চিভাঙ্গা। পঞ্চম উইকেটে ৯৫ রানের জুটিতে শুরুতে বিপদে পড়া দক্ষিণ আফ্রিকাকে চাপমুক্ত করেন দুই অভিষিক্ত প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস। ৩৮ বলে হাফ-সেঞ্চুরি তুলে ১২৩ বছরের রেকর্ড ভেঙ্গেছেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক টেস্টে দ্রুততম হাফ-সেঞ্চুরির মালিক এখন তিনি। দীর্ঘ ১২৩ বছর এই রেকর্ডের মালিক ছিলেন ডেভ নার্স। ১৯০২ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ৪০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন নার্স। ব্রেভিসের রেকর্ড হাফ-সেঞ্চুরির ইনিংস থামে ৫১ রানে। ৪১ বল খেলে ৩টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। সপ্তম উইকেটে বশের সাথে ১০৮ রানের জুটিতে সেঞ্চুরি পূর্ণ করে রেকর্ড গড়েন প্রিটেরিয়াস। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে ১৯ বছর ৯৩ দিন বয়সে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়েন প্রিটোরিয়াস। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর ৩১৭ দিনে সেঞ্চুরি করা গ্রায়েম পোলকের রেকর্ড ভাঙ্গেন প্রিটোরিয়াস। রেকর্ড ইনিংসে শেষ পর্যন্ত ১৫৩ রানে আউট হন প্রিটোরিয়াস। ১৬০ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মারেন এ খেলোয়াড় ১৫৭ বলে দেড়শ রানে পা রাখেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্টে দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েন প্রিটোরিয়াস। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটি ৬৫ ওভারে ২৪৯ রানে ব্যাট করছিল। ইন্টারনেট।
আরও পড়ুন