Advertisement

৪৩১ করে সাউথ আফ্রিকাকে সবচেয়ে বড় হার দেখাল অস্ট্রেলিয়া

চ্যানেল আই

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল সাউথ আফ্রিকা। তৃতীয় ও শেষটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিবাহিনী। তিন সেঞ্চুরিতে চারশতাধিক রানের সংগ্রহ গড়ে প্রোটিয়াদের সবচেয়ে বড় হার দেখিয়েছে মিচেল মার্শের দল।

ম্যাকয়ে প্রোটিয়াদের ২৭৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে সাউথ আফ্রিকার সবচেয়ে বেশি রানে হার এটি। ২০২৩ সালে ইডেন গার্ডেন্সে ভারতের কাছে আগের সর্বোচ্চ ২৪৩ রানে হেরেছিল তারা।

টসে জিতে আগে ব্যাটে নেমে ২ উইকেটে ৪৩১ রান করে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে দলটির দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। সর্বোচ্চ ৪৩৪ রান, ২০০৬ সালে জোহানসবার্গে প্রোটিয়াদের বিপক্ষেই করেছিল অজিবাহিনী। জবাবে নেমে ১৫৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

রানতাড়ায় নেমে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ৩৩ রান করেন টনি ডি জর্জি, ১৯ রান করেন টেম্বা বাভুমা। শেষদিকে করবিন বোশের ব্যাট থেকে আসে ১৭ রান।

অস্ট্রেলিয়ার কুপার কনোলি ৬ ওভারে ২২ রান খরচায় ৫ উইকেট নেন। জাভিয়ের ব্রেটলেট ও শন অ্যাবোট দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি এবং অ্যালেক্স ক্যারির ফিফটিতে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৪৩১ রান। নিজেদের ইতিহাসে প্রথমবার ওয়ানডেতে এক ইনিংসে তিন সেঞ্চুরির কীর্তি গড়ে অস্ট্রেলিয়া।

ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরির পঞ্চম কীর্তি এটি। এরমধ্যে ৩ বার আছে সাউথ আফ্রিকার। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার হাশিম আমলা, রিলি রুশো ও এবি ডি ভিলিয়ার্স সেঞ্চুরি করে কীর্তিটি গড়েন। একই বছর ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস ও ডি ভিলিয়ার্স দ্বিতীয়বার কীর্তিটি গড়েন। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ডি কক, রসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম তৃতীয়বার একই মাইলফলক গড়েন। অন্য কীর্তি ইংল্যান্ডের। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি করেন ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলার।

দুই ওপেনার হেড ও মার্শ অজিদের ভালো শুরু এনে দেন। ২৫০ রানের জুটি গড়েন। ৩৪.১ ওভারে হেড ফিরে গেলে জুটি ভাঙে। ১৭ চার ও ৫ ছক্কায় ১০৩ বলে ১৪২ রান করেন তারকা ওপেনর। দু-ওভার পর আউট হন মার্শ। ৬ চার ৫ ছক্কায় ১০৬ বলে ১০০ রান করেন।

এরপর গ্রিন ও ক্যারি মিলে ইনিংস শেষ করেন। ৮১ বলে অবিচ্ছিন্ন ১৬৪ রান যোগ করে দুজনে। ৪৭ বলে সেঞ্চুরি করা গ্রিন ৮ ছক্কা ও ৬ চারে ৫৫ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন। অজিদের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গ্লেন ম্যাক্সওয়েলের, ৪০ বলে। ৭ চারে ৩৭ বলে ৫০ রান করেন ক্যারি।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন কেশভ মহারাজ ও সেনুরান মুথুস্বামী।

Lading . . .