প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

পাকা দাড়ি। ঢিলেঢালা পোশাক। লন্ডনের রাস্তায় ঘুরছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাটের এই লুক ভাইরাল।
শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লন্ডনের এক ব্যবসায়ীর সাথে ছবি তুলেছিলেন কোহলি। ওই ব্যবসায়ীই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তারপরই তা ভাইরাল।
এমনিতে বিরাট বরাবরই ফিটনেস ফ্রিক। নতুন লুকেও তাকে যথেষ্ট ফিট মনে হচ্ছে। তবে এই ছবিতে তার মুখে দাড়ির রং দেখে চমকে গেছেন অনুরাগীরা।
আসলে বিরাটের দাড়ি-গোঁফে কালো রংয়ের চেয়ে সাদা রংই যেন বেশি দেখা যাচ্ছে ওই ছবিতে। ভ্রুতেও সাদার আধিক্য। চুলদাড়িতে পাক ধরেছে। বয়সের ছাপ যে পড়ছে সেটা স্পষ্ট।
মাত্র মাস তিনেক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়ে রসিকতার সুরে বলেছিলেন, ‘চার দিন পরপর দাড়িতে কলপ করতে হয়।’ সে কথা যে নেহাত রসিকতা ছিল না। সেটা বিরাটের নতুন লুক দেখেই বোঝা যাচ্ছে।
নেট দুনিয়ায় অনেকে বলছেন, বিরাট বুঝি এবার সত্যিই বৃদ্ধ হচ্ছেন। কারো আক্ষেপ, ‘এভাবে কোহলিকে বুড়ো হতে দেখে দুঃখ হচ্ছে।’
মাত্র ৩৬ বছরেই সাদা জার্সি তুলে রেখেছেন কোহলি। কিন্তু কেন? সম্প্রতি যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে মজার ছলে বলছেন, ‘দু’দিন আগেই দাড়িতে কলপ করলাম। যখন চার দিন পরপর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝতে হবে সময় এসে গেছে।’ বিরাট হয়তো সত্যিই সেই তত্ত্ব বিশ্বাস করেন। দাড়ির রং দেখেই তিনি অবসরের সিদ্ধান্তটি নিয়েছেন।