এক ম্যাচ বিশ্রামের পর শেষ ম্যাচে একাদশে ফিরছেন তাসকিন!
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫

প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ দেখে অবাক হয়েছিলেন অনেকেই। ১১ জনে ছিলেন না জাকের আলী অনিক আর বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। ব্যাটিং অর্ডারেও ছিল বড় ধরনের অসামঞ্জস্যতা। শামীম পাটোয়ারীর মত ফ্রি-স্টোক মেকারকে সাত নম্বরে খেলানো হয়েছে। সেই শামীম পাটোয়ারী দ্বিতীয় ম্যাচে ৬ নম্বরে ব্যাট করার সুযোগ পেয়ে ২৭ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়ে দলকে লড়াকু পুঁজি গড়তে রাখেন বড় ভূমিকা।
সেই দল গঠন আর ভুল ব্যাটিং অর্ডারই প্রথম ম্যাচে হারের বড় কারন। কেন দল সাজানো আর ক্রিকেটার নির্বাচন নিয়ে ওই অসামাঞ্জস্যতার কারণ জানতে মুখিয়ে ছিলেন অনেকেই? তাদের কৌতুহল মিটিয়েছেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দীন। জানিয়ে দিলেন, কেন ওই রকম দল নির্বাচন করা হয়েছিল? কী কারণে ছিলেন না শামীম পাটোয়ারী?
বললেন, ‘জাকের আলী অনিক পুরোপুরি সুস্থ ছিলেন না। তার ইনজুরি ছিল। তাই সালাউদ্দীনের কথা, আমাদের মিডল অর্ডারের সে রকম খেলোয়াড় বেঞ্চে নেই। প্রথম ম্যাচে ওভাবে খেলানোর মতো অপশন আমাদের ছিল না। জাকির চোটে ছিল। পরিকল্পনা যা ছিল ওই অনুযায়ী গিয়েছিলাম; কিন্তু হয়নি। আমরা সবসময় চাই জাকির এবং শামীম শেষ করবে ম্যাচ, তাদের ওপরে এমন দায়িত্ব দেওয়া যাবে না যেখানে দাঁড়িয়ে তাদের ইনিংস মেরামত করতে হয়। তারা যেন নিশ্চিন্তে খেলতে পারে। আমাদের পরিকল্পনা ওরকমই ছিল।’
হেড কোচের কথা মিলেছে আরও একটি ইঙ্গিত। তাহলো, ‘দ্বিতীয় খেলায় বড় জয় পাওয়ার পরও আগামীকাল বুধবার শেষ ম্যাচে আবার একাদশে পরিবর্তন আসতে পারে।’
কেন কি কারণে দ্বিতীয় ম্যাচ জয়ের পরও বুধবার শেষ ম্যাচে দলে পরিবর্তন আসতে পারে, তার ব্যাখ্যা দিয়ে সালাউদ্দীন বলেন, ‘কোনো দলই চায় না উইনিং কম্বিনেশন ভাঙতে।’
এটুকু বলে থামলেও সালাউদ্দীনের পরের কথায় পরিষ্কার যে, ‘বাংলাদেশ দলে কিছু ইনজুরি প্রবণ ক্রিকেটার আছেন। তাদের ওপর থেকে বাড়তি শারীরিক ধকল কমাতেই মাঝে মাঝে কাউকে কাউকে বিশ্রাম ও বিরতি দিয়ে খেলানো হয়।’
তাসকিন আহমেদের দিকে ইঙ্গিত করে হেড কোচ বলেন, ‘আমাদের খেলোয়াড়দের দিকে তাকাতে হবে। অনেকে ইনজুরি থেকে আসছে। তাদের কাজের চাপটার দিকে আমাদের খেয়াল করতে হবে। তাদের ফিট রাখাটা জরুরি। যেভাবে টানা সূচি ছিল, সেখানে প্রতিদিন ম্যাচ খেলানো কঠিন। সবকিছু ভারসাম্য করে চলতে হয়, এটা হয়তো বাইরে থেকে ওভাবে বোঝা যায় না। খেলোয়াড়দের নিরাপত্তা দিতে হবে। তাসকিনকে যদি টানা খেলানো হয়, সে একটা বড় ইনজুরি থেকে এসেছে, একটা ম্যাচ খেলানোর জন্য দেখা গেল আবার তাকে এক বছর বসে থাকতে হচ্ছে।’
এরমানে ধরেই নেয়া যায়, তাসকিন আহমেদ কাল বুধবার শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলছেন।
আরও পড়ুন