Advertisement

কলম্বোয় বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১ জুলাই, ২০২৫

কলম্বোয় বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাচ্ছে
কলম্বোয় বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাচ্ছে

গলের স্মৃতি ফেরালেন পাথুম নিশাঙ্কা। টানা দ্বিতীয় টেস্টে পেলেন সেঞ্চুরির দেখা। এরপর উদযাপন করলেন সেই ট্রেডমার্ক ভঙ্গীতে, অর্থাৎ এক হাতে হেলমেট আর অন্য হাতে ব্যাট ধরে দুই হাত দুদিকে ছড়িয়ে দিলেন।

সেই সেঞ্চুরিতে ভর করে কলম্বোয় দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছে শ্রীলঙ্কা। মাত্র ১ উইকেট হারিয়েই লিডের দেখাও পেয়ে গেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেট হাতে রেখে ৬৯ ওভারে ২৪৮ রান করেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের লিড ১ রানের। নিশাঙ্কা ১৩০ ও চান্ডিমাল ৭৪ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের ২৪৭ রানের জবাবে লঙ্কানদের প্রথম ইনিংসে দারুণ শুরু এনে দেন নিশাঙ্কা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা লাহিরু উদারাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেন তিনি। উদারা অবশ্য ৪০ রানে আউট হয়েছেন। এরপর দীনেশ চান্ডিমালকে নিয়ে আরও ১০০-এর বেশি রানের জুটি গড়েন নিশাঙ্কা।

গলে ক্যারিয়ার সেরা ১৮৭ রানের ইনিংস খেলে দলের ড্রয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এবার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন। আগের টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে চান্ডিমালের সঙ্গে নিশাঙ্কার জুটিতে উঠেছিল ১৫৭ রান। সেটিও পেরিয়ে গেছেন তারা। চান্ডিমাল এরইমধ্যে ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে ছুটছেন।

বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন নিশাঙ্কা ও চান্ডিমাল। দলীয় ৮৮ রানে শ্রীলঙ্কা যে উদানার উইকেটটি হারায়, সেটি তুলে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু নির্বিষ বোলিংয়ে বাকিরা কোনো প্রভাব ফেলতে পারেননি।

অথচ একই পিচে বাংলাদেশের ব্যাটাররা ঠিকভাবে দাঁড়াতেই পারেননি। কোনো ব্যাটার ফিফটিও ছুঁতে পারেননি। প্রথম দিন সর্বোচ্চ ৪৬ রান করেছিলেন ওপেনার সাদমান ইসলাম।

এমএইচএম

আরও পড়ুন

Lading . . .