Advertisement

নারিন-ব্র্যাভোদের সঙ্গে একই তালিকায়, রেকর্ডবুকে জাতীয় দলে ‘ব্রাত্য’ সাকিব

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

নয়া রেকর্ড সাকিব আল হাসানের,Ei Samay
নয়া রেকর্ড সাকিব আল হাসানের,Ei Samay

বাংলাদেশের যে ক্রিকেটারদের নিয়ে চর্চা চলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে, তাঁদের মধ্যে অন্যতম হলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের মূল স্রোত থেকে দূরে থাকলেও ফের একবার রেকর্ড গড়লেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের গণ্ডি পেরিয়ে রেকর্ডবুকে নাম তুললেন এই তারকা স্পিনার-অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)-এ খেলার সময়ে ছুঁলেন এই মাইলস্টোন। বিশ্বের মধ্যে পঞ্চম বোলার হিসেবে জায়গা করে নিলেন এই তালিকায়।

কী রেকর্ড গড়লেন সাকিব?

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার তালিকায় সাকিবের আগে রয়েছেন রশিদ খান, ডোয়েন ব্র্যাভো, সুনীল নারিন ও ইমরান তাহির। এই মুহূর্তে ৪৫৭টি ম্যাচ খেলে সাকিবের সংগ্রহ ৫০২ উইকেট। শুধু এটাই নয়, প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০০ রান ও ৫০০ উইকেটের গণ্ডি পেরোলেন সাকিব। তবে ২০২৪ সালের পরে তিনি আর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাননি আন্তর্জাতিক ক্রিকেটে।

A post shared by CPL T20 (@cplt20)

কী ভাবে এই রেকর্ড গড়লেন সাকিব?

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা ও বারবুডার হয়ে খেলছেন সাকিব। রবিবার তাঁর দলের বিপক্ষে ছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট। এই দলের বিরুদ্ধে দারুন বোলিংয়ের নমুনা পেশ করেন সাকিব। মাত্র ২ ওভার বোলিংয়ের সুযোগ পান। তার মধ্যেই ১১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ইনিংসের ১৫তম ওভারে বোলিং করতে এসে শেষ বলে ফেরান পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজ়ওয়ানকে। ২৬ বলে ৩০ করে আউট হন তিনি।

List of player with 500+ wicket and 7500+ run in T-20 Cricket :

1. Shakib al Hasan 🇧🇩

End of List! pic.twitter.com/7MGeK2iGjj

পরের ওভারের দ্বিতীয় বলে আউট করেন আর এক সেট ব্যাটার কাইল মেয়র্সকে (১৩ বলে ১৮)। ওই ওভারেই পঞ্চম বলে তুলে নেন নিজের তৃতীয় উইকেট। এ বার তাঁর শিকার নাভিন বিদাইসি (২ বলে ১)। এর পরে ব্যাট হাতে নেমে ১৮ বলে ২৫ রান করেন সাকিব। শেষে ৭ উইকেটে জয় পায় তাঁর দল অ্যান্টিগা ও বারবুডা। এই পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন সাকিব।

Lading . . .