Advertisement

ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, শেষ বলে জিতল দল

চ্যানেল আই

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স শেষ বলের রোমাঞ্চ ছড়িয়ে জয় তুলে নিয়েছে। শেষ ওভারে ১২ এবং শেষ বলে ২ রানের সমীকরণ মিলিয়ে ৪ উইকেটে জিতেছে অ্যান্টিগা। দলের জয়ের দিনে মলিন ছিল সাকিব আল হাসানের পারফরম্যান্স। বল হাতে খরুচে প্রদর্শনীর পর ব্যাটিংয়েও তেমন ভালো করতে পারলেন না তিনি।

বার্বাডোজের মাঠ কিংসটন ওভালে শনিবার টসে হেরে আগে ফিল্ডিং নেয় সাকিবদের অ্যান্টিগা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় বার্বাডোজ রয়্যালস। ১৮৮ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে অ্যান্টিগা। তাতে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লেঅফ একরকম নিশ্চিতই করে ফেলল তারা।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। তিনটি ওয়াইডসহ প্রথম বলেই ৫ রান দেন শেরফান রাদারফোর্ড। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের চার বলে আর ৫ রানের বেশি দেননি তিনি। ফলে শেষ বলে বাকি থাকে ২ রান। ম্যাচ সুপার ওভারে গড়ানোর সম্ভাবনা জাগলেও সেটি হতে দেননি শামার স্প্রিঙ্গার। শর্ট অব লেংথ বল মিড উইকেটের দিকে খেলে অনায়াসে দুই রান নিয়ে অ্যান্টিগার জয় নিশ্চিত করেন তিনি।

দলকে জেতানোর নায়ক অবশ্য গাউস। ওপেনিংয়ে নেমে শেষপর্যন্ত অপরাজিত থেকে ৫৩ বলে ৮৫ রান করেন যুক্তরাষ্ট্রের ওপেনার। দুর্দান্ত ইনিংসে ৫ চারের সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি।

পাঁচ নম্বরে নেমে সাকিবের ব্যাট থেকে আসে একটি করে চার ও ছক্কায় ১২ বলে ১৫ রান। ইথান বশের বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি। আগের ম্যাচে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে বার্বাডোজের হয়ে কেবল ২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি ব্র্যান্ডন কিং। ৬ চারের সঙ্গে ৭ ছক্কায় ৬৫ বলে ৯৮ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার।

ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে যাওয়া সাকিব ৩ ওভারে করেন ৩টি ডট বল। ৪টি চারের পাশাপাশি ১টি ছক্কা হজম করে ৩৩ রান দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পাননি কোন উইকেট।

Lading . . .