টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

পাল্লেকেলে থেকে ডাম্বুলা। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশন। ডাম্বুলায় কি পারবে সেই মিশনে সফল হতে?
তবে মিশনে সফল হবে কি হবে না, তার চেয়েও এ মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়, আরও একবার টস হেরেছেন লিটন দাস। অধিনায়ক হওয়ার পর সম্ভবত কোনো টসই এখনও পর্যন্ত জিততে পারেননি তিনি। আজও ডাম্বুলায় টস হেরেছেন লিটন দাস।
টস জিতেই পরে ব্যাটিংয়ের সুবিধা নিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে।
প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছিলো বাংলাদেশ। জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।
আজ দ্বিতীয় ম্যাচে তিনটি পরিবর্তন আনা হয়েছে টাইগার একাদশে। মিডল অর্ডারে নাঈম শেখের পরিবর্তে দলে নেয়া হয়েছে জাকের আলি অনিককে। এছাড়া দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের পরিবর্তে একাদশে সুযোগ পেলেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা, জামিকা করুনারত্নে, জেফরি ভেন্ডারসি, মহেস থিকসানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।
আরও পড়ুন