Advertisement

এশিয়া কাপে নেই ঋষভ পন্থ, দলে ফিরতে পারেন বোর্ডের এই ‘অবাধ্য’ ক্রিকেটার

এই সময়

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

ঋষভ পন্থ,Ei Samay,ঈশান কিষান,ANI
ঋষভ পন্থ,Ei Samay,ঈশান কিষান,ANI

সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজ়ে যে ক্রিকেটাররা নজর কেড়েছেন, তাঁদের মধ্যে একজন ঋষভ পন্থ। ব্যাট হাতে কঠিন সময়ে করেছেন দুরন্ত সেঞ্চুরি। তবে সবচেয়ে বেশি চর্চায় ছিল মারাত্মক চোট নিয়েও তাঁর খেলা। লর্ডসে আঙুলে চোট নিয়েও ব্যাট করেছিলেন দলের প্রয়োজনে। ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করেন।

কিন্তু এশিয়া কাপের আগে এ বার বড় ধাক্কা খেল ভারত। ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পন্থকে। ফলে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে কে হবেন পন্থের বিকল্প তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এখানেই বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন ‘অবাধ্য’ ক্রিকেটার ঈশান কিষানকে।

ঋষভ পন্থের ইনজুরি আপডেট

একাধিক রিপোর্টে প্রকাশিত, পায়ের চোটের জন্য সার্জারি করার প্রয়োজন হবে না পন্থের। তবে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকা নিশ্চিত। অর্থাৎ এশিয়া কাপ এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ে খেলতে পারবেন না তিনি।

Rishabh Pant

এশিয়া কাপে কে হবেন ঋষভের বিকল্প?

এই মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি দলে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জু স্যামসন। IPL-এ সেভাবে ছন্দে না থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে তিনি অটোমেটিক চয়েস। তবে ব্যাক-আপ হিসেবে স্কোয়াডে জায়গা পেতে পারেন ঈশান কিষান।

কিপিংয়ের পাশাপাশি ওপেনে নেমে ঝোড়ো ইনিংস খেলায় পারদর্শী তিনি। ২০২৪-২৫ মরশুমে IPL-এ সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে সেঞ্চুরি করে বার্তা দেন কামব্যাকের। টেস্ট দলে জায়গা না পেলেও খেলছেন কাউন্টি ক্রিকেটে। দলীপ ট্রফিতে নেতৃত্ব দেবেন পূর্বাঞ্চলকে।

Ishan Kishan

২০২৩ সালে বোর্ডের নির্দেশ অমান্য করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে না খেলায় বাদ পড়েন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। ব্রাত্য হয়ে পড়েন জাতীয় দলেও। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এখন জায়গা ফিরে পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি। ঋষভের চোটের কারণে সেই সুযোগ পেতে পারেন।

Rishabh Pant

আলোচনায় উঠে আসছে তরুণ উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মার নামও। অনেকে মনে করছেন, IPL-এ ভালো পারফরম্যান্সের পরে অভিজ্ঞ ক্রিকেটার কেএল রাহুলকেও স্কোয়াডে রাখতে পারে ভারত।

Lading . . .