Advertisement

আমি এই দলের ওপর খুব আত্মবিশ্বাসী ---বুলবুল

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচেই বাংরাদেশ মাঠে নামছে হংকংয়ের বিপক্ষে। আট জাতির টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বিসিবির রান স্কোরিং কর্মশালায় উপস্থিত হয়ে তিনি দলের জন্য আশার কথা শোনান। বাংলাদেশ ক্রিকেট দল এরই মধ্যে শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে। এশিয়া কাপে লিটন দাসের নেতৃত্বে ভক্তদের প্রত্যাশাও তাই বেড়ে গেছে। তবে, বাস্তবে কেমন হবে, তা সময়ই বলবে।

কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে ‘এশিয়া কাপে ভালো করতে কী দরকার?’ এমন প্রশ্নে বুলবুল বলেন, ‘এই ফরম্যাটের খেলায় ব্যাটিং-বোলিং সব দলই প্রায় একই রকম করে। কিন্তু পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিং। যদি আমরা রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি করতে পারি বা ফিল্ডিংয়ে ১০ রান বেশি করতে পারি, তাহলে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারণ করবে।’ এশিয়া কাপের প্রথম ম্যাচেই আফগানিস্তান হংকংকে সহজেই হারিয়েছে। প্রথমে ব্যাট করে ১৮৮ রান করার পর, রশিদ খানের দল হংকংকে শতকের নিচে বেঁধে ফেলে। বাংলাদেশের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।

এই ম্যাচ নিয়ে বুলবুল বলেন, ‘ওদের ভেন্যুই আরব আমিরাত। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তাই হোম অ্যাডভান্টেজ পেতে পারে। তবু আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আমি নিশ্চিত তারা তাদের সর্বস্ব দিলে ভালো করতে পারবে, ইনশাআল্লাহ্।’

সবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই ফরম্যাটে ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আমি এই দলের ওপর খুব আত্মবিশ্বাসী।’

আরও পড়ুন

Lading . . .