Advertisement

এশিয়া কাপের দলে ডাক পেয়ে ‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ’ সোহান

ঢাকা পোস্ট

প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫

24obnd

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আজ (শুক্রবার) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজই ছিল এসিসির কাছে স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। এশিয়া কাপ দিয়ে দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টির দলে ফিরলেন নুরুল হাসান সোহান।

এ ছাড়া দীর্ঘ দুই বছর পর ডাক পেয়েছেন সাইফ হাসানও। বলা চলে ঘোষিত দলের চমক এই ডানহাতি ব্যাটার। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে সোহান নিয়মিত পারফর্মার। এই উইকেটকিপার ব্যাটার ঘরোয়া ক্রিকেটের প্রায় সব আসরেই নিজেকে প্রমাণ করে চলেছেন।

বর্তমানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন সোহান। দলে ডাক পাওয়ার পরে ক্ষুদে বার্তায় ঢাকা পোস্টকে জানিয়েছেন এক লাইনের ছোট্ট অনূভুতি। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোহান কেবল বলেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নুরুল হাসান সোহানকে। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্ম করে চলেছেন। বিভিন্ন দলের অধিনায়কত্ব দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। যার সুবাদে সোহানের আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন সত্যি হলো। সবশেষ ২০২৩ সালে আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট খেলেছেন। এরপর আর ডাক পড়েনি তার।

এসএইচ/এএইচএস

Lading . . .