প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

দুবাইয়ে মঙ্গলবার টি ২০ এশিয়া কাপের আট দলের অধিনায়ককে নিয়ে হয়ে গেল ‘ক্যাপ্টেন্স মিট’। প্রতি বছর এই ছবি দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের ক্যাপ্টেন্স মিটে দেখা গেল অন্য ছবি, যা অবাক করেছে সমর্থকদের। ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক একে অন্যের পাশে বসলেন না, তাদের মাঝে বসলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। এবারের এশিয়া কাপ আলাদা। কারণ, এবার এশিয়া কাপ আয়োজিত হচ্ছে দুই পড়শি দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক অশান্তির পর। এতদিন বলা হয়েছিল ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না, কিন্তু এবার তারা খেলছে। আর খেলতে নামার আগে দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আগাকে পাশাপাশি বসাননি আয়োজকরা। কারণ হিসাবে কিছু বলা না হলেও সূত্রের খবর, দুই শত্রু দেশের অধিনায়কের পাশে বসা নিয়ে যাতে কোনো বিতর্ক না হয় সেই কারণেই তাদের মাঝে রশিদ খানকে বসানো হয়। এদিকে ক্যাপ্টেন্স মিটের আগে দেখা যায়, সূর্যকুমার যাদব হাত মেলাচ্ছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান পাকিস্তানের মহসিন নাকভির সঙ্গে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। সূর্যর সঙ্গে মহসিন নাকভির হাত মেলানোর ছবি এখন ভাইরাল। এ নিয়ে বিতর্ক তৈরি করেছে। পহেলগাওয়ে হামলার পর যখন পাকিস্তানের দিকে আঙুল তোলে ভারত, তখন মহসিন নাকভি জানিয়েছিলেন পুরোটাই ভারতের নাটক। এরপরও কেন সূর্য হাত মেলালেন, এই প্রশ্ন তুলেছে ভারতের গণমাধ্যম। মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।
আরও পড়ুন