পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলে যে চক্রপূরণ হবে বাংলাদেশের
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

১-০ থেকে ২-০ ভালো। ২-০ থেকে ৩-০! আজ যদি তিনে তিন করতে পারে বাংলাদেশ, তাহলে হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। মিরপুরে হ্যাটট্রিক জয়ের জন্য ঝাঁপাবে বাংলাদেশ, এতে আর অবাক হওয়ার কী আছে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি বাংলাদেশ আগেই পেয়েছে। ২০১৫ সালে দলটাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এরপর গেল বছর টেস্ট ফরম্যাটে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে এসেছিল বাংলাদেশ। এবার সুযোগ এসেছে টি-টোয়েন্টিতেও এই কীর্তির পুনরাবৃত্তি ঘটানোর। সেটা হয়ে গেলে পাকিস্তানের বিপক্ষে চক্রপূরণও হয়ে যাবে বাংলাদেশের।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ১০৯ রান করে সাত উইকেটে এবং দ্বিতীয়টিতে ১২৫ রানে অলআউট হয়ে হেরেছে আট রানে। গত ১০ বছরে মিরপুরে এ নিয়ে এই সংস্করণে চার ম্যাচে হারল পাকিস্তান। এবার প্রথম দুটি ম্যাচ হেরে একটি লজ্জার রেকর্ড করেছে পাকিস্তান। ২০২৪ থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ টি ২০ ম্যাচ হেরেছে তারা, যা জিম্বাবুয়ের (৩১) চেয়ে বেশি।
মিরপুরের উইকেট থেকে বোলিং-ব্যাটিংয়ে কীভাবে ফায়দা তুলতে হয়, মোস্তাফিজুর রহমান, জাকের আলীরা ভালো জানেন। পাকিস্তানের তরুণ এই দলটি বাংলাদেশে এসে বুঝতে পেরেছে মন্থর উইকেটে খেলার চ্যালেঞ্জ। শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি ২০র ম্যাচসেরা জাকের আলী বলেন, ‘অবশ্যই লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। আমরা প্রক্রিয়া অনুযায়ী এগোতে চাই। যে প্রক্রিয়ায় প্রথম দুই ম্যাচে সফল হয়েছি, সেভাবেই তৃতীয় ম্যাচ শেষ করতে চাই। সফল হলে জিতে যাব।’
সবশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল বাংলাদেশ। আজ পাকিস্তানকে হারালে প্রতিশোধ নেওয়া হবে টাইগারদের। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
এদিকে বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সমালোচনা শুরু করেছেন দলের। ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছেন, ‘কীভাবে কঠিন উইকেটে ভালো খেলতে হয় সেটা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। তাদের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিত।’
রমিজ আরও বলেন, ‘পাকিস্তানকে বলব, এই হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয়। টেকনিক নিয়ে কাজ করতে হবে। শুধু বিগ হিটিং দিয়ে হবে না। কোন উইকেটে কোন শট খেলতে হবে, কখন বিগ হিটিংয়ে যেতে হবে, আপনার ডিফেন্স কতটা শক্তিশালী, রানিং বিটউইন দ্য উইকেটের কী অবস্থা-সব কিছু ঠিক করতে হবে পাকিস্তানকে। অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু বোঝার বাকি আছে। সেই অনুযায়ী কাজ করা শেখাও বাকি।’
দ্বিতীয় টি ২০ ম্যাচে ৪৭ রানে সাত উইকেট হারানোর পর পাকিস্তান লেজের ব্যাটারদের দৃঢ়তায় জয়ের কাছে পৌঁছে গিয়েছিল। শেষ দুই ওভারে দুটি উইকেট হারিয়ে আট রানে হারে তারা।