Advertisement

৫০০ ছুঁয়ে ম্যাচসেরা সাকিব

যুগান্তর

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

24obnd

সপ্তম বোলার হিসাবে সাকিব আল হাসানকে আক্রমণে আনা হয় ইনিংসের ১৫তম ওভারে। উইকেটের দেখা পেতে অবশ্য বেশি সময় লাগল না বাংলাদেশের তারকার। নিজের প্রথম ওভারে মোহাম্মদ রিজওয়ানের ফিরতি ক্যাচ নিয়ে ফুরাল তার অপেক্ষা। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে টি ২০তে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। একই সঙ্গে তার নাম উঠে গেল ইতিহাসের আরেক পাতায়, যেখানে পা পড়েনি আর কারও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে ৫০০ উইকেট পূর্ণ করেন সাকিব। ব্যাট হাতে তার রান আছে সাড়ে সাত হাজারের বেশি। টি ২০তে ৫০০ উইকেট ও সাত হাজার রানের ‘ডাবল’ ছোঁয়া প্রথম ক্রিকেটার তিনিই। বোলিংয়ে দুই ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৮ বলে ২৫ রান করে সাকিবই হয়েছেন ম্যাচসেরা। তার দল জিতেছে সাত উইকেটে। স্বীকৃত টি ২০ ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ৪৪ বার ম্যাচসেরা হলেন সাকিব। তার সামনে আছেন হেলস (৪৫), পোলার্ড (৪৭), ম্যাক্সওয়েল (৪৮) ও ক্রিস গেইল (৬০)।

টি ২০তে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রশিদ খানের। আফগান তারকা স্পিনার ৪৮৩ ইনিংসে নিয়েছেন ৬৬০ উইকেট। ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন ডুয়ানে ব্রাভো। ৫৪৭ ইনিংসে ৫৯০ উইকেট নিয়ে তিন নম্বরে ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির ৪১৯ ইনিংসে ৫৫৪ উইকেট নিয়ে চার নম্বরে আছেন। ৩৮ বছর বয়সি সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংসে।

নামের পাশে ৪৯৮ উইকেট নিয়ে এবারের সিপিএলে পা রাখেন সাকিব। আসরে নিজের প্রথম চার ম্যাচের তিনটিতে সব মিলিয়ে চার ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে তিনি উইকেট নিতে পারেন মাত্র একটি। প্যাট্রিয়টসের বিপক্ষে এদিন দুই ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন বাঁ-হাতি এই স্পিনিং অলরাউন্ডার। টি ২০তে তার মোট উইকেট এখন ৫০২টি। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে নয় উইকেটে ১৩৩ রান করে প্যাট্রিয়টস। অনন্য কীর্তি গড়ার দিনে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন সাকিব। দুই বল বাকি থাকতে সাত উইকেটে পাওয়া জয়ে খেলেন কার্যকর ইনিংস। চারে নেমে দুই ছক্কা ও এক চারে ১৮ বলে তিনি করেন ২৫ রান।

আরও পড়ুন

Lading . . .