Advertisement

‘খুবই খারাপ দল…’, কুলদীপের পোস্টে ম্যাগুয়েরদের ট্রোল প্রাক্তন ক্রিকেটারের

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

কুলদীপের পোস্টে ম্যাগুয়েরদের ট্রোল,Ei Samay
কুলদীপের পোস্টে ম্যাগুয়েরদের ট্রোল,Ei Samay

বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। ম্যাঞ্চেস্টারে আয়োজিত হবে এই ম্যাচ। তার আগে রবিবার ইংল্যান্ডের অন্যতম বড় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঋষভ পন্থ-শুবমান গিলরা। সেখানে একাধিক মজার কর্মসূচিতে অংশ নেন ভারতীয় ক্রিকেটার ও ম্যান ইউর ফুটবলাররা। ঋষভ পন্থ যেমন পেনাল্টি মারেন, তেমনই মহম্মদ সিরাজের বলে ব্যাটিং করেন হ্যারি ম্যাগুয়ের।

ভারতীয় স্কোয়াডে থাকায় গিয়েছিলেন কুলদীপ যাদবও। তাঁর ফুটবলপ্রেমের কথা অজানা নয় কারও। তাঁর পোস্টে এ বার ম্যান ইউকে ট্রোল করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়ে কী বললেন কেভিন পিটারসেন?

ম্যান ইউর কোচ রুবেন আমোরিমের সঙ্গে ছবি তোলেন কুলদীপ যাদব। সেই পোস্ট তিনি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, ‘এমন একজন মানুষের সঙ্গে নিজের ফুটবলজ্ঞান নিয়ে আলোচনা করছি, যিনি ফুটবলকে বদলে দিচ্ছেন।’ কুলদীপের এক্স হ্যান্ডলে শেয়ার করা সেই পোস্টে কমেন্ট করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি লেখেন, ‘খুবই খারাপ, খুবই দুর্বল দল’।

Very very good human being just like you 😍

এই কমেন্টের রিপ্লাইতে কুলদীপ মজা করেন পিটারসেনের সঙ্গে। ম্যান ইউর কোচ রুবেন আমোরিমের পাশে দাঁড়িয়ে ভারতের এই স্পিনার পিটারসেনকে উদ্দেশ করে লেখেন, ‘খুবই ভালো মানুষ, ঠিক তোমার মতো।’ এই ঘটনা নজর এড়ায়নি ক্রীড়াপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পোস্ট।

Sharing football knowledge with the man who’s redefining the game🙌🏻 #RubenAmorim pic.twitter.com/IW8uJmgivK

পরে একটি ভিডিয়োতে কুলদীপ আরও জানান, রুবেন আমোরিম যখন স্পোর্টিং লিসবনের কোচ ছিলেন, তখন থেকেই তাঁকে ফলো করেন। এই মরশুমেও ৩-৪-৩ ফর্মেশনেই খেলাবেন কি না ম্যান ইউকে, সেই বিষয়েও আমোরিমকে জিজ্ঞাসা করেন কুলদীপ। তারকা ফুটবলার কাসেমিরোর সঙ্গেও দেখা করেন তিনি।

An epic crossover 🔝

Indian Cricket Team 🤝🏻 Manchester United #TeamIndia | @ManUtd pic.twitter.com/VNcovRIs5X

এই সৌজন্য সাক্ষাতের দিনে একসঙ্গে ছবি তোলেন ভারতের কোচ গৌতম গম্ভীর ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম। ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেসকে নিজের সই করা একটি ব্যাট উপহার দেন পন্থ।

Lading . . .