Advertisement

দ্বিতীয় দিনেও অব্যাহত দাপট, বিরাটের রেকর্ড ভেঙে শীর্ষে শুবমান

এই সময়

প্রকাশ: ৬ জুলাই, ২০২৫

বিরাটের রেকর্ড ভেঙে শীর্ষে শুবমান,Ei Samay
বিরাটের রেকর্ড ভেঙে শীর্ষে শুবমান,Ei Samay

এজবাস্টন টেস্টে প্রথম দিনে যখন তাড়াহুড়োয় উইকেট ছুড়ে আসছিলেন ঋষভ-করুণরা, তখন এক প্রান্ত আগলে রেখেছিলেন শুবমান গিল। শেষে রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি গড়ে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেন ভারতকে। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় দিনে ঠিক সেই ছন্দটাই ধরে রাখল শুবমান-জাডেজা জুটি। সেঞ্চুরি হাতছাড়া করেছেন জাডেজা। কিন্তু মাটি কামড়ে পড়ে রয়েছেন শুবমান। লাঞ্চ পর্যন্ত ১৬৮ রানে অপরাজিত তিনি। সপ্তম উইকেটে ২০৩ রানের জুটি গড়েন দু’জনে।

তবে ডাবল সেঞ্চুরি করার আগেই নতুন রেকর্ড গড়লেন শুবমান গিল। ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড। প্রথম ভারতীয় হিসেবে কোন রেকর্ড গড়লেন গিল?

বিরাট কোহলির কোন রেকর্ড ভাঙলেন শুবমান?

এজবাস্টনে কোনও ভারতীয় ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর ছিল ১৪৯। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে এই রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার তাঁকে টপকে গেলেন শুবমান গিল। ২৮৮ বলে ১৬৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। এই মাঠে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড এখন শুবমানের দখলে। প্রথম দিনের শেষে ১১৪ রানে অপরাজিত ছিলেন গিল। অর্থাৎ বিরাটকে টপকে রেকর্ড গড়ার জন্য তাঁর প্রয়োজন ছিল ৩৬ রান। অনায়াসেই সেটা করলেন শুবমান।

KING did it in 2018, PRINCE repeated it in 2025! 👑

Things we love to see... 💙 #ENGvIND 👉 2nd TEST, Day 2 | LIVE NOW on JioHotstar ➡ https://t.co/hiGDPrqT1p pic.twitter.com/5gqY1HDW0N

দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট ভারতের

লাঞ্চ ব্রেকে ভারতের স্কোর ৬ উইকেটে ৪১৯। জাদেজা-শুবমান জুটিতে ভাঙন ধরাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন ইংল্যান্ডের বোলাররা। তাঁদের নিয়ে ছেলেখেলা করছিলেন ভারতের দুই ব্যাটার। দীর্ঘদিন পড়ে টেস্টে হাফ সেঞ্চুরি পেলেন জাডেজা। তবে হাতছাড়া করলেন শতরান। আউট হন জশ টাংয়ের বলে। ১৩৭ বলে ৮৯ করে ফেরেন। শুবমানের সঙ্গে ক্রিজ়ে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।

End of a magnificent 89-run knock 👏

End of a fine 203-run partnership 🤝

Well played, Ravindra Jadeja 🙌

Updates ▶️ https://t.co/Oxhg97g4BF #TeamIndia | #ENGvIND | @imjadeja pic.twitter.com/aRxWl5nnGj

Lading . . .