মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নীরবতা পালন
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় দেশজুড়ে বিরাজ করছে শোক। এখন পর্যন্ত এই ঘটনায় ৩১ জনের মৃত্যু এবং ১৬৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যার বেশিরভাগই শিশু।
বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দাগ কেটে গেলো মর্মান্তিক সেই দুর্ঘটনা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় লড়াই শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে শোক বার্তা। খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, দর্শক ও গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
কালো ব্যাজ পরে মাঠে নেমেছেন দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা। সাধারণত, টি-টোয়েন্টি ম্যাচে চার, ছক্কা ও উইকেট পতনে বেজে উঠে মিউজিক। তবে আবহের সঙ্গে বেমানান হবে বলে আগের দিন বিসিবি জানায়, স্টেডিয়ামে খেলার পুরো সময়ে কোনো বাজনা বাজানো হবে না। সামগ্রিক পরিবেশ থাকবে মর্মস্পর্শী ও নীরব শ্রদ্ধায় আচ্ছন্ন। এ ছাড়া বিসিবির আওতাধীন সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
অবশেষে সেটাই হলো। শুধু ম্যাচের দিন নয়, নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করবে বিসিবি।