Advertisement

পুরোপুরি ফিট নন? ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চোটের আপডেট শেয়ার পন্থের

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

চোটের আপডেট শেয়ার পন্থের,Ei Samay,
চোটের আপডেট শেয়ার পন্থের,Ei Samay,

চতুর্থ টেস্টে নামার আগে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় শিবির। আঙুলে চোট পাওয়ায় দশদিনের জন্য ছিটকে গিয়েছেন অর্শদীপ সিং। পিঠের ব্যাথায় কাবু আকাশ দীপ। তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়াচ্ছিল ঋষভ পন্থের চোট।

লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন উইকেটকিপিং করার সময়ে চোট পান ঋষভ। বাকি ম্যাচে কিপিংয়ের দায়িত্ব সামলেছেন ধ্রুব জুরেল। তবে দুই ইনিংসেই ব্যাট করেন পন্থ।

এই ঘটনার পরে চতুর্থ টেস্টে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সেসব জল্পনায় জল ঢাললেন পন্থ নিজেই। ভিডিয়ো পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়ায়।

চোট নিয়ে কী জানালেন ঋষভ পন্থ?

২৩ জুলাই, অর্থাৎ বুধবার থেকে শুরু চতুর্থ টেস্ট। তার আগে রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন ঋষভ। সেখানে দেখা যায় পুরো দমে প্র্যাক্টিস করছেন তিনি। প্রথমে ফুটবল নিয়ে কিছুক্ষণ জাগলিং করেন। এর পরে দেখা বল নিয়ে থ্রোয়িং প্র্যাক্টিস করতে। শেষের অংশটি দেখে হাসি ফোটে ভক্তদের মুখে। নেটে অনেকক্ষণ ব্যাটিং প্র্যাক্টিস করেন। ফুটওয়ার্কের ফুটেজও দেখা যায় ভিডিয়োতে। এই পোস্টের ক্যাপশনে পন্থ লেখেন, ‘নির্জনতার যদি কোনও শব্দ থাকত, তবে তা সম্ভবত এমনই হতো।’

If calm had a sound, it would be this 🏏🔊 #RP17 pic.twitter.com/q5EAxVA98W

পন্থের চোট নিয়ে কয়েকদিন আগে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন, এই চোটের জন্য বাইরে থাকতে হবে না ঋষভকে। সেটাই সঠিক হতে চলেছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Karun Nair

ম্যাঞ্চেস্টার টেস্টে বাদ পড়বেন করুণ নায়ার?

প্রথম তিন টেস্টে ব্যর্থ হয়েছেন করুণ নায়ার। ভালো শুরু করেও বড় রান আসেনি। তিন নম্বরে নেমে দলকে ভরসা দিতে পারছেন না তিনি। ম্যাঞ্চেস্টার টেস্টে তাঁর বাদ পড়ার সম্ভাবনা প্রবল। তাঁর জায়গায় দলে ফিরতে পারেন সাই সুদর্শন। তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি, সুযোগ দেওয়া হতে পারে ধ্রুব জুরেলকে।

Lading . . .