ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে সর্বোচ্চ ৫ জয় বাংলাদেশের
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দারুণ করছে বাংলাদেশ। ফাইনালে খেলা আগেই নিশ্চিত করে টাইগার যুবারা। লিগপর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১৬০ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে ফাইনালের আগে সর্বোচ্চ ৫টিতে জিতেছে লাল-সুবজের দল।
ত্রিদেশীয় সিরিজে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে কেবল হেরেছে একটিতে, সাউথ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে দুই জয়ের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিতেছে টাইগার যুবরা। ৬ ম্যাচে ৫ জয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা জিতেছে ৪ ম্যাচে। আর স্বাগতিক জিম্বাবুয়ের কোনো ম্যাচেই জেতা হয়নি।
হারারেতে লিগপর্বের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ২৮৪ রান করে আজিজুল হাকিম তামিমের দল। জবাবে নেমে ১২৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে।
টাইগার ওপেনার রিফাত বেগ দারুণ করেছেন। ৭৮ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। ৬৫ বলে ৩৪ রান করেন আজিজুল হাকিম তামিম। ২৯ বলে ৩০ রান করেন রিজান হোসেন। ৪৫ বলে ৩৭ রান আসে মোহাম্মদ আবদুল্লাহর ব্যাট থেকে।
২৩৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ২১ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ফরিদ হাসান ও দেবাশীষ দেবা। ৪৪ বলে ৩৮ রান করেন ফরিদ। দেবা এক চার ও ৪ ছক্কায় ১৩ বলে ৩৪ রানে ঝড়ো ইনিংস খেলেন।
স্বাগতিকদের হয়ে শেলটন মাজভিতোরেরা ৩ উইকেট নেন।
জবাবে নেমে টাইগার বোলারদের সামনে পাত্তাই পায়নি স্বাগতিক ব্যাটাররা। কেবল তিন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ৮৮ বলে ৪৭ রান করেন বেনি জুজে, ৩৪ বলে ৩০ রান করেন মাইকেল ব্লিগনাট ৩৪ বলে ৩০ রান এবং মার্শাল মাশাভা ১৬ রান করেন। বাকিদের কেউ ৭ রানের বেশি করতে পারেননি।
টাইগার বোলারদের মধ্যে আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন তিনটি করে উইকেট নেন। শাহরিয়া আল আমিন নেন দুই উইকেট।
১০ আগস্ট একই মাঠে সিরিজের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা।