Advertisement

‘হাত না মেলালে কি নায়ক হয়ে যাবেন?

যুগান্তর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

হাত না মেলানোর ঘটনায় ভারতীয়দের ওপর ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি, আইসিসিকে খুঁজছেন রাশিদ লাতিফ, ভাষাহীন হয়ে পড়েছেন শোয়েব আখতার।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের সবেচেয় হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। ম্যাচে ৭ উইকেটে জয় পায় হারায় ভারত। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন হ্যান্ডশেক কাণ্ড।

টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা।

প্রতিবাদে পুরস্কার বিতরণীর আয়োজন বয়কট করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন তাদের কোচ মাইক হেসন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, টসের সময় দুই অধিনায়ককে করমর্দন করতে না করায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে তারা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লাতিফ সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন আইসিসির। ‘হ্যাঁ, আপনারা ভারতীয় ক্রিকেট, আপনারা বিশ্বের সেরা দল। তবে খেলা শেষে হাত না মেলালোয় আপনাদের আসল রূপ ফুটে উঠেছে। পাকিস্তানি ক্রিকেটাররা অপেক্ষা করছিল, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে চলে যায়। আইসিসি কোথায়?’

‘দুই দেশের মধ্যে আগেও যুদ্ধ হয়েছে। তবে কখনোই আমরা হাত মেলানো বাদ দেইনি। এবারের ঘটনার দাগ অনেক দিন রয়ে যাবে। আমরা দেশের জন্য খেলি। তবে আজকে যা হয়েছে, মোটেও ঠিক হয়নি।’

‘আপনাদের অস্বস্তি যৌক্তিক হতে পারে। তবে মাঠে নামার পর সঠিক পথেই খেলা উচিত। পেহেলগাম হামলার জন্য পাকিস্তান দায়ী হয়ে জড়িতদের গ্রেপ্তার করুন। ভারতের উচিত ছিল সঠিক পথে লড়াই করা, কিন্তু সেটিও তারা ঠিকভাবে করতে পারেনি। তাদের এভাবে সরে যাওয়া উচিত হয়নি।’

ক্রিকেটে ইতিহাসের দ্রুত গতির পেসার শোয়েব আখতার বলেছেন, ‘আমি সত্যি বলতে ভাষাহীন হয়ে পড়েছি। এরকম কিছু দেখাটা হতাশাজনক এবং জানি না কী বলব। ভারতকে টুপি খোলা অভিনন্দন… স্রেফ বলব, এই ব্যাপারগুলো রাজনৈতিক বানিয়ে ফেলবেন না। এটা তো ক্রিকেট ম্যাচ, এটাকে রাজনীতিময় করবেন না।’

‘আমরা তো আপনাদেরকে নিয়ে ভালো ভালো কথাই বলছি। হাত না মেলানো নিয়ে অনেক কিছু বলতে পারি। লড়াই-বিবাদ তো হয়েই থাকে, ঘরের মধ্যেও ঝগড়া হয়। ভুলে যান এসব, সামনে তাকান। এটা তো স্রেফ ক্রিকেট খেলা। হাত মেলান, মাধুর্য মেলে ধরুন।’

‘এটা তো এশিয়া কাপ, তাই না? আইসিসি আসর যখন হবে, বিশ্বকাপে যদি এরকম হয়, তখন আইসিসির প্রধান কী বলবে? সে তো একজন ভারতীয়! এটা ভাবার ব্যাপার। হাত না মেলালে কি আপনি নায়ক হয়ে যাবেন? মোটেও না।’

‘ক্রিকেটকে যে বোঝে, অনুধাবন করতে পারে, যারা ক্রিকেট নিয়ে লিখে, তারা কখনও এসবকে স্বাগত জানাবে না। আমি যদি পাকিস্তানি নাও হই, ইংলিশ-অস্ট্রেলিয়ান হলেও এসবের প্রশংসা করব না।’

পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান কামরান আকমল বলেছেন, ‘জীবনে প্রথমবার এরকম দেখলাম যে টসের সময় হাত মেলায়নি। ম্যাচের পর করমর্দন হয়নি। এসবে ক্রিকেটের ভালো কিছু হচ্ছে না। এতে ভালো কিছু হবে না, আরও খারাপের দিকে যাবে।’

এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেছেন, ‘বেচারা ক্রিকেটারদের ভাবমূর্তি খারাপ হচ্ছে এসবে। এটা খুবই নিচু কাজ, খুবই নিচু কাজ। ওই বেচারাদের বাধ্য করা হয়েছে এসব করতে।’

Lading . . .