Advertisement

প্রথম দল হিসেবে যে রেকর্ড গড়ল বাংলাদেশ

যুগান্তর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

জিতলেই সুপার ফোরে খেলা নিশ্চিত হয়ে যেতে পারে। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। যে দলটি অতীতে ৬ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। অথচ বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও এবারও শিরোপা জিততে পারেনি।

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।

আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই বাংলাদেশ হারায় দুই ওপেনারের উইকেট। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি প্রথম। এমন রেকর্ড আগে কেউ করেনি, যা বাংলাদেশ করল।

তবে প্রথম দুই ওভারে কোনো রান না করতে পারার ঘটনা চতুর্থ। ২০১০ সালে জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজের পরে বাংলাদেশ দ্বিতীয় পূর্ণ সদস্য দল, যারা টি-টোয়েন্টিতে প্রথম দুই ওভারে কোনো রান করতে পারেনি।

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলংকা।

লংকানদের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তিনি। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ।

প্রথম ওভারে কোনো রান স্কোর বোর্ডে তোলার আগে তানজিদ আউট হওয়ায় দল চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দলকে উত্তরণের আগেই আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। তিনি দুশমন্ত চামিরার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

Lading . . .