স্টার্কের ১৫ বলে বিশ্বরেকর্ড, বোল্যান্ডের হ্যাটট্রিক, ৭ শূন্য
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

টেস্ট ইতিহাসে অবিশ্বাস্য এক দিন! বিশ্ব ক্রিকেটের এক সময়ের রাজারা অলআউট মাত্র ২৭ রানে। ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ইতিহাসের অন্যতম বড় লজ্জায় ডুবিয়ে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার। সেইসঙ্গে কিংস্টন টেস্টে জন্ম ভুরি ভুরি রেকর্ডের।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু রেকর্ড-
২৭
কিংস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় ইনিংস। এর আগে ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড।
১৪.৩
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ২৭ রানে অলআউট হওয়া ইনিংসে খেলেছেন মাত্র ১৪.৩ ওভার। এটি টেস্ট ক্রিকেটের তৃতীয় সংক্ষিপ্ততম অলআউট ইনিংস। এর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা এবং গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩.৫ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল।
৭
কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের ৭ জন ব্যাটার শূন্য রানে আউট হন। কোনো টেস্ট ইনিংসে এর আগে এতজন ব্যাটার শূন্য রানে আউট হননি।
১৫
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্কের ৫ উইকেট শিকার করতে লেগেছে মাত্র ১৫ বল। পুরুষদের টেস্টে দ্রুততম পাঁচ উইকেট শিকারের রেকর্ড এটি।
আর্নি তোশাক ১৯৪৭ সালে ব্রিসবেনে ভারতের বিপক্ষে, স্টুয়ার্ট ব্রড ২০১৫ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং স্কট বোল্যান্ড ২০২১ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বলে ৫ উইকেট শিকার করেন।
১০৪৫
কিংস্টন টেস্টে চার ইনিংসে মাত্র ১০৪৫ বল খেলা হয়েছে। ১৯১০ সালের পর চার ইনিংসেই অলআউট হওয়া টেস্টে সর্বনিম্ন বল খেলার রেকর্ড এটি। সবমিলিয়ে টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন।
০/৩
ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শুরু করে ০ রানে ৩ উইকেট হারিয়ে। টেস্ট ইতিহাসে এমন ঘটনা মাত্র ষষ্ঠবার ঘটলো।
৬
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ছয় ব্যাটার মিলে করেছেন ৬ রান। পুরুষদের টেস্টে কোনো দলের প্রথম ছয় ব্যাটারের করা সবচেয়ে কম রানের রেকর্ড এটি। ১৮৮৮ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটার করেছিলেন ১২ রান।
১৯০৬২
টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নিতে ১৯০৬২ বল লেগেছে মিচেল স্টার্কের, ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। স্টার্কের চেয়ে কম বলে (১৬৬৩৪) টেস্টে ৪০০ উইকেট শিকারের একমাত্র কীর্তি ডেল স্টেইনের।
১০
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে হ্যাটট্রিক করা দশম বোলার স্কট বোল্যান্ড। ২০১০ সালে ব্রিসবেনে পিটার সিডলের ইংল্যান্ডের বিপক্ষে করা হ্যাটট্রিকের পর এবারই প্রথম। পুরুষদের টেস্টে এখন ১২টি হ্যাটট্রিক আছে অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের সবচেয়ে বেশি ১৫টি।
৯/৬
কিংস্টনে স্টার্কের বোলিং ফিগার নিজের শততম টেস্টে এখন সেরা। ২০০৬ সালে মুত্তিয়া মুরালিধরন তার শততম টেস্টে ৫৪ রানে ৬ উইকেট নিয়ে এতদিন এই রেকর্ড নিজের করে রেখেছিলেন।
৪৮
স্টিভেন স্মিথের করা প্রথম ইনিংসে ৪৮ রান কিংস্টন টেস্টে কোনো ব্যাটারের সর্বোচ্চ। টেস্ট ইতিহাসে মাত্র ১৬তম বার (কমপক্ষে দুই ইনিংস পূর্ণ হওয়া টেস্টে) কোনো ব্যাটার ফিফটি না করার রেকর্ড হলো।