Advertisement

বিসিসিআইয়ের সভাপতি হতে পারেন হরভজন সিং

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

এর আগে শোনা যাচ্ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার হতে পারেন দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রধান। কিন্তু তিনি সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এবার একই গুঞ্জন শুরু হয়েছে আরেক সাবেক ভারতীয় তারকা হরভজন সিংকে নিয়ে। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) ৪৫ বছর বয়সী এই তারকাকে মনোনয়ন দেয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে। ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩৬৭টি ম্যাচ খেলেছেন হরভজন। তাকে নিয়ে মনোনয়ন দেয়ার তথ্য প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ, তবে এখনও পিসিএ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থার অনুমোদন পেলেই কেবল বিসিসিআইয়ের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে। এর আগেও ভারতীয় সরকারি দল বিজেপি ক্রীড়াঙ্গনে সফল ব্যক্তিত্বদের বিভিন্ন সংস্থায় দায়িত্ব দিতে আগ্রহ দেখা গেছে। এর আগে সৌরভ গাঙ্গুলি ও রজার বিন্নি উভয়েই ভারতের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এই নীতির সুফল পেয়ে বিসিসিআই সভাপতি পদে আসীন হয়েছিলেন। হরভজনকে নিয়ে গুঞ্জন শুরুর পর ক্রিকবাজ তার সঙ্গে যোগাযোগ করতে চায়, তবে ফোনকল ও বার্তায় সাড়া দেননি তিনি। ফলে সত্যটা নিশ্চিত হতে দুই সপ্তাহের অপেক্ষায় থাকতে হচ্ছে, যখন প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। বিসিসিআইয়ের নির্বাচনী কর্মকর্তা একে জোতির ঘোষণায় বলা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ২০ থেকে ২১ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ সেপ্টেম্বর। অতীতে বিসিসিআই বা এর সদস্য সংস্থার কোনো নির্বাচিত পদে ছিলেন কি না তা প্রার্থীদের বলা হয়েছে নির্বাচনী কর্মকর্তার নির্দেশনায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতিনিধিকে একটি তথ্যপত্রে (ইনফরমেশন শিট) পূর্বে বা বর্তমানে বিসিসিআই এবং/অথবা বিসিসিআইয়ের কোনো পূর্ণ সদস্য সংস্থায় পালন করা সমস্ত নির্বাচিত পদ ও তাদের মেয়াদ উল্লেখ করতে হবে।

এই তথ্য নির্ধারিত ফরম ‘সি’-তে পূরণ করতে হবে, যা সংশ্লিষ্ট প্রতিনিধির স্বাক্ষরিত এবং নোটারি/শপথ কমিশনার কর্তৃক প্রত্যয়িত হতে হবে।’ বিসিসিআইয়ের আসন্ন নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ এই পাঁচ পদে ভোটগ্রহণ করা হবে। তবে সম্প্রতি অনুষ্ঠিত বিসিসিআই এজিএমের ধারা অনুসারে এসব পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। ইন্টারেনেট

আরও পড়ুন

Lading . . .