বিসিবি নির্বাচনে ভোট দিতে পারবেন না সাকিব-মাশরাফী
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটে চলছে এখন নির্বাচনী আমেজ। অক্টোবরে গড়াবে বিসিবি নির্বাচন। তার আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে কোয়াব নির্বাচন। নির্বাচন আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দায়িত্বশীলরা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে আগেই। ৪ সেপ্টেম্বর মিরপুর স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ।
আগের ১৪ বছর একই কমিটি দায়িত্ব পালন করলেও এবার বেশ জমে উঠেছে কোয়াব নির্বাচন। আসতে পারে নতুন মুখ। একইসাথে নতুন রূপে সাজছে কোয়াব, আসতে পারে পদ-পদবি বন্টনে ভিন্নতা।
জানা গেছে, আসন্ন নির্বাচনে থাকছে না সাধারণ সম্পাদক পদ। নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।
বর্তমান ১৩ সদস্যের অ্যাড-হক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন করা। আর আসন্ন নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
জানা গেছে, কোয়াবের যে সদস্যরা দেশে নেই বা কোনো কারণে মিরপুরে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন না, তাদের জন্য থাকছে অনলাইনে ভোট দেয়ার ব্যবস্থা।
এই প্রসঙ্গে অ্যাডহক কমিটির এক সদস্য বলেন, ‘কোয়াবের সদস্য যারা দেশে নেই কিংবা ঢাকায় থাকবেন না তারা অনলাইনে ভোট দিতে পারবেন। বিশেষ করে সে সময় ইংল্যান্ডে থাকবে যুবা ক্রিকেটাররা। এছাড়া যারা রাজশাহীতে থাকবে এইচপি দলের সদস্য তারাও অনলাইনে ভোট দিতে পারবে।’
তবে আসন্ন কোয়াবের নির্বাচনে ভোট দিতে পারবেন না সাকিব আল হাসান-মাশরাফি বিন মোর্ত্তজা। কোয়াবের নির্বাচন কমিশন থেকে খোঁজ নিয়ে জানা যায়, এই মুহূর্তে কোয়াবে তাদের কোনো মেম্বারশিপ নেই।
অর্থাৎ নতুন করে কোয়াবের নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ দরকার সেটা তারা পূরণ করেননি। ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সাকিব-মাশরাফির ভোট দেয়ার আর সুযোগ থাকছে না।