Advertisement

প্রোটিয়াদের বিপক্ষে জিততে জিম্বাবুয়ের লাগবে ৫০৫ রান

চ্যানেল আই

প্রকাশ: ২ জুলাই, ২০২৫

বুলাওয়েতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে দুটি সেঞ্চুরিতে ৪১৮ রান তুলেছিল দলটি। জবাব দিতে নেমে সেন উইলিয়ামসের ১৩৭ রানে ভর করে প্রথম ইনিংসে ২৫১ রান তোলে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১৬৭ রানের লিড পায় প্রোটিয়ারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৩৬৯ রান তোলে কেশব মহারাজের দল। ১৪৭ রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন উইয়ান মুল্ডার। এছাড়া অধিনায়ক কেশব মহারাজ ৫১ রানের আরেকটি কার্যকরী ইনিংস খেলেন। জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা ৪ উইকেট নেন, ২টি করে উইকেট নেন তানাকা চিভাঙ্গা এবং ভিনসেন্ট মাসেকারা।

লিড ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে জিম্বাবুয়েকে লক্ষ্য দেয় ৫৩৬ রান। তৃতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের এখনও প্রয়োজন ৫০৫ রান। প্রিন্স মাসাভেরা ৫ রানে দ্বিতীয় দিন ব্যাটে নামবেন। তাকে সঙ্গ দিবেন নিক ওয়ালেচ।

Lading . . .