Advertisement

দুই বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে সিরিজ জয়, যা বললেন মুশফিক

যুগান্তর

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

চলতি মাসেই পরপর দুটি সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। ১৯৯৬ এবং ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলংকা এবং পাকিস্তানকে হারাল টাইগাররা।

১০, ১৩ ও ১৬ জুলাই শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে, ডাম্বুলা এবং কলম্বো স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মুখোমুখি হয় বাংলাদেশ। পাল্লেকেলেতে হেরে গেলেও ডাম্বুলা ও কলম্বোতে টানা দুই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

শ্রীলংকাকে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ইতিহাস গড়ে দেশে ফিরেই পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।

গত ২০ এবং ২২ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ১১০ ও ১২৫ রানে অলআউট করে টানা দুই ম্যাচে ৭ উইকেট ও ৮ রানের দাপুটে জয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

এই সিরিজ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়ল টাইগাররা।

দেশে এবং দেশের বাইরে পরপর দুটি সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অভিনন্দন বার্তায় মুশফিক লিখেন, ‘গতকাল ধৈর্য ধরে সিরিজ জয় নিশ্চিত করার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। পরপর দুটি সিরিজ জয় আমাদের প্রাপ্য।‘

Lading . . .