Advertisement

সিরিজ় থেকেই ছিটকে গেলেন ঋষভ? চোট নিয়ে চিন্তায় প্রাক্তনীরা

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

সিরিজ় থেকেই ছিটকে গেলেন ঋষভ,Ei Samay
সিরিজ় থেকেই ছিটকে গেলেন ঋষভ,Ei Samay

ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। পায়ে গুরুতর চোট পেয়ে যন্ত্রণায় কাতররে মাঠ ছাড়তে হয়েছে ঋষভ পন্থকে। লর্ডস টেস্টে আঙুলে চোট পেয়ে কিপিং করতে পারেননি ওই ম্যাচে। এ বার ক্রিস ওকসের বলে পায়ে চোট পাওয়ায় সংশয় তৈরি হয়েছে ঋষভের খেলা নিয়ে। শুধু এই ম্যাচ নয়, গোটা সিরিজ়ে থেকেই তিনি ছিটকে গেলেন কি না, সেই প্রশ্ন উঠছে।

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে সাই সুদর্শন জানান, স্ক্যানের রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না কিছুই। তবে ঋষভের চোট নিয়ে চিন্তায় প্রাক্তন ক্রিকেটাররাও। এই নিয়ে মুখ খুললেন রিকি পন্টিং, রবি শাস্ত্রীরা।

কী ভাবে চোট পেয়েছেন ঋষভ?

ক্রিস ওকসের একটি ফুল লেংথ বলে রিভার্স স্যুইপ মারতে যান পন্থ। কিন্তু সেটা মিস করায় সরাসরি বল গিয়ে লাগে তাঁর বুটে এবং তিনি পড়ে যান। টিম ইন্ডিয়ার ফিজ়িও ও চিকিৎসকরা ছুটে আসেন এবং পন্থের চোট পরীক্ষা করা হয়। দেখা যায় তিনি দাঁড়াতেই পারছেন না এবং তাঁর পা থেকে রক্ত বেরোচ্ছে। এর পরে মিনি অ্যাম্বুল্যান্স এনে তাতে করে পন্থকে বের করা হয়। তাঁর চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল।

Fingers crossed for our X-factor 🤞

Speedy recovery, Rishabh! #SonySportsNetwork #GroundTumharaJeetHamari #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings pic.twitter.com/ZHfyMvMfNx

এই নিয়ে রবি শাস্ত্রী বলেন, ‘পন্থের যন্ত্রণা সহ্যের ক্ষমতা অনেক বেশি। কিন্তু তিনিই যে ভাবে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তা থেকেই বোঝা যায় কতটা গুরুতর পন্থের চোট। যতই বরফ দেওয়া হোক না কেন, সহজে সারবে না এই চোট।’

Rishabh Pant

কী বললেন রিকি পন্টিং?

দিল্লি ক্যাপিটালসে থাকার সময়ে পন্থকে কাছে থেকে দেখেছেন প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং। তিনি মনে করছেন মেটাটারসাল ইনজুরি হয়েছে ঋষভের। প্রাক্তন অজ়ি তারকা বলেন, ‘মাটিতে পা ফেলতেই পারছিল না পন্থ। ৬-৭ মিনিট ধরে যন্ত্রণায় ছটফট করছিল। আমার নিজের মেটাটারসাল ইনজুরি হয়েছিল আগে। খুবই ছোট ছোট হাড় ওগুলি। পায়ের উপরে একটুও ভর দিতে পারছিল না পন্থ, এটাই চিন্তার বিষয়। হাড় ভাঙলে ম্যাচ থেকেই ছিটকে যাবে পন্থ।’

BCCI shared the latest on Rishabh Pant post the end of play on Day 1 in Manchester. #WTC27 | #ENGvIND | More on the injury ➡️ https://t.co/dShGqM31r2 pic.twitter.com/1smX1cbAZ1

প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২৬৪ রানে খেলা শেষ করেছে ভারত। ঋষভ ফিরতে না পারলে সেটাই হয়ে যাবে পাঁচ উইকেট। সে ক্ষেত্রে ম্যাচের রাশ হারাতে পারে ভারতীয় দল।

Lading . . .