Advertisement

পাকিস্তান দলে সুযোগ পেতে যা করছেন আজম খান

যুগান্তর

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে চলতি সফরে টানা দুই ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে কঠিন সমালোচনার মুখে পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচেও যদি পাকিস্তান হেরে যায় তাহলে রীতিমতো হোয়াইটওয়াশ হয়ে যাবে।

বাংলাদেশ সফরে পাকিস্তান দল যখন ম্যাচ হেরে চরম বিপর্যস্ত তখন ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান দলে অনিয়মিত হয়ে যাওয়া আজম খান। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মঈন খানের এই ছেলের একটা সময়ে ওজন ছিল ১৪০ কেজি।

২০২১ সালের ১৬ জুলাই জাতীয় দলে অভিষেকের আগে ৪০ কেজি ওজন কমান আজম খান। ১১০ কেজি ওজনের এই উইকেটকিপার ব্যাটসম্যানের ফিটনেস নিয়ে অনেক কথা শুনতে হয়। তবে তার পারফরম্যান্স নিয়ে তেমন সমালোচনা নেই।

২৬ বছর বয়সী আজম খান ছোট বেলা থেকেই প্রয়োজনের তুলনায় অনেক বেশি ওজন নিয়ে বেড়ে উঠেছেন। পাকিস্তানের হয়ে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই তারকা গত দুই মাসে ৬৯ কেজি ওজন কমিয়েছেন।

তার কারণ ভক্ত এবং সাবেক তারকারা মনে করেন আজম খান ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য যথেষ্ট ফিট নন। যে কারণে গত দুই মাস জিম করে ৬৯ কেজি ওজন কমিয়ে নিজের নতুন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আজম খান।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৯০ ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি আর ১৬টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৪৮৬ রান করেন আজম খান। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন। বিপিএলের আসন্ন আসরেও দল পেতে পারেন তিনি।

Lading . . .