Advertisement

সব ভালোর শেষ আছে, অবসরক্ষণে পূজারা

চ্যানেল আই

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

চেতেশ্বর পূজারা
চেতেশ্বর পূজারা

ভারতের সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ব্যাটার চেতেশ্বর পূজারা। ৩৭ বর্ষী সদ্যসাবেক ২০২৩ সালে সবশেষ জাতীয় দল জার্সিতে খেলেছিলেন। অবসরক্ষণে আবেগঘন বার্তায় বলেছেন, সব ভালোর শেষ আছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজারা অবসরের ঘোষণা দেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন তিনি।

অবসরবার্তায় বলেছেন, ‘ভারতের জার্সি গায়ে পরা বা জাতীয় সঙ্গীত গাওয়া এইসব কিছু আবগের সাথে জড়িত। মাঠে নেমে সেরাটা খেলা একটি অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু সব ভালোর একদিন না একদিন শেষ হয়। আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় ক্রিকেট দলকে। ভারতীয় ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ।’

সাম্প্রতিক সময়ে ভারত দল থেকে বড় নামগুলো অবসরে যাচ্ছে। তালিকায় যুক্ত হলেন পূজারাও। ২০২৪ সালের ডিসেম্বরে রবীচন্দ্রন অশ্বিন, ২০২৫ সালের শুরুতে ইংল্যান্ড সফরের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন।

২০১০ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক পূজারার। ১০৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ১৯ সেঞ্চুরি ও ৩৫ অর্ধশতকে ৭,১৯৫ রান করেছেন। আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন তিনি, শুধুমাত্র আফগানদের ছাড়া সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি আছে ডানহাতি ব্যাটারের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৫টি করে সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে ৪টি সেঞ্চুরি আছে তার।

Lading . . .