Advertisement

ব্যাংকে আটকে থাকা টাকা নিয়ে যা বলছে বিসিবি

ঢাকা পোস্ট

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

24obnd

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাজার কোটি টাকার এফডিআর রয়েছে। এই তথ্য সকলেরই জানা, তবে বাংলাদেশ ব্যাংকের করা সবুজ তালিকার একটি ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না বিসিবি। জানা গেছে, সাবেক সভাপতি ফারুক আহমেদ ওই ব্যাংকে ৫৮ কোটি টাকা রেখেছিলেন। এর মধ্যে ২ কোটি টাকা তোলার চেষ্টায় সফল হয়নি দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থাটি।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশে পরীক্ষামূলকভাবে ২ কোটি টাকা তোলার চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু ব্যাংকটি টাকা দিতে ব্যর্থ হয়েছে। গতকাল (শনিবার) বোর্ড সভা শেষে এই বিষয়ে প্রশ্ন করা হলেও পরিচালক ইফতেখার রহমান মিঠু ও নাজমুল আবেদীন ফাহিমও স্পষ্ট কোনো কিছু জানাননি।

মিঠু বলেছেন, ‘এই বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বিস্তারিত জেনে তারপর বলতে হবে। ফিন্যান্স বিভাগের সঙ্গে আলোচনা করে বিষয়টি পরিষ্কার করব। আর যেহেতু এই বিষয়টি নিয়ে কথা উঠেছে, আমরা চেষ্টা করব এটি পরিষ্কার করার জন্য।’

নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘আমি যদিও ফিন্যান্স বিভাগের কেউ নই, তবু বিষয়টি অবশ্যই আলোচনায় আসবে। যদি ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে আমাদের করণীয় আছে।’

আরও পড়ুন

এদিকে, নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান হিসেবে ফাহিমের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন।

এ প্রসঙ্গে ফাহিম বলেছেন, ‘বিষয়টি এখানে আলোচনা করতে চাই না। আমরা দায়িত্ব নিয়ে এখানে এসেছি ক্রিকেট যেন ভালোভাবে চলে, সেই চেষ্টা করছি স্বচ্ছতা ও সততার সঙ্গে। কে কী বলল বা ভাবল, আমি তা নিয়ে চিন্তিত নই। কাজ করার সুযোগ থাকলে আমি আমার মতো করেই করব।’

এসএইচ/এএইচএস

Lading . . .