Advertisement

ইনিংস ও সিরিজ হারে হতাশ বাংলাদেশের অধিনায়ক শান্ত

চ্যানেল আই

প্রকাশ: ২ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কায় দুর্দান্ত এক টেস্ট সিরিজ হতে পারতো বাংলাদেশের জন্য। তবে শেষ ম্যাচে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের শেষ দিনে মাত্র আধা ঘণ্টায় ম্যাচ শেষ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ইনিংস ও ৭৮ রানের হারে হতাশ বাংলাদেশের অধিনায়ক।

ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রথম টেস্ট আমরা যেভাবে শেষ করেছি সেখানে দ্বিতীয় টেস্ট এমন শেষ হওয়ায় হতাশ আমি। প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছি সেটা ঠিক ছিল না। আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।’

‘আমার এখনও মনে হয়েছে আমাদের প্রথমে ব্যাট করা উচিত ছিল। উইকেট একটু ধীর ছিল কিন্তু আমরা যেভাবে আউট হয়েছিলাম তা ঠিক ছিল না। আমরা সবসময় সহজ বিকল্পগুলো খুঁজে নেই এবং ব্যাট করার সময় ভুল করেছি। আমার মনে হয়েছে তৃতীয় দিনে আমরা যেভাবে বোলিং করেছি তা এই ধরণের পরিস্থিতিতে দেখতে সত্যিই ভালো।’

শ্রীলঙ্কার বিপক্ষে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন উইকেটকিপার লিটন দাস। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বাধিক ডিসমিসালের মালিক হয়েছেন তিনি। ৫০ ম্যাচে ১১৪টি ডিসমিসাল করেছেন লিটন। আগে সর্বাধিক ডিসমিসালের এ রেকর্ডের মালিক ছিলেন মুশফিকুর রহিম। তার দখলে ছিল ১১৩টি।

গলে প্রথম টেস্ট ড্র করেছিল দুদল। দ্বিতীয় ম্যাচ ছিল সিরিজ জয়ের সেখানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

Lading . . .