Advertisement

ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফের সৌরভ

যুগান্তর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফিরছেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের দায়িত্ব নিচ্ছেন সৌরভ।

আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠক আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, এই বৈঠকে নাকি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকে কারা অংশগ্রহণ করবেন, সেই তালিকা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আগেই চেয়ে পাঠিয়েছিল বিসিসিআই।

গত ১২ সেপ্টেম্বর নাম জমা দেওয়ার শেষ দিন ধার্য্য করা হয়েছিল। শোনা যাচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অবন বেঙ্গলের আগামী সভাপতি হতে পারেন সৌরভ।

আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচন হবে। সেই নির্বাচনের পরই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সচিব, যুগ্ম-সচিব এবং কোষাধ্যক্ষ পদাধিকারীদের বেছে নেওয়া হবে। আশা করা হচ্ছে, সভাপতি পদের জন্য কারা মনোনয়ন জমা দিয়েছে, সেই তালিকাটি আগামী ২৩ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছিলেন, আগামী প্রেসিডেন্ট হিসেবে হয়তো শচীন তেন্ডুলকরকে দেখা যেতে পারে। তবে যাবতীয় জল্পনায় এবার শচীন নিজেই জল ঢেলে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিসিসিআই এর আগামী প্রেসিডেন্ট হচ্ছেন না।

Lading . . .