বলের আঘাতে ডান পায়ে রক্ত, যন্ত্রণায় কাতরে মাঠ ছাড়লেন পন্থ
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

ভারতের পুরুষ ক্রিকেট দল এখন চোটের আঁতুড়ঘর হয়ে গিয়েছে। চোট পেয়ে ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। চতুর্থ চেস্ট চোটের জন্য খেলতে পারছেন না আকাশ দীপ ও অর্শদীপ সিং। এ বার চোট পেয়ে ম্যাচের মাঝে বেরিয়ে যেতে হলো ঋষভ পন্থকে। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে ব্যাট করার সময় পায়ে বল লাগে, মাঝেই লুটিয়ে পড়েন তিনি। এরপর মিনি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
তৃতীয় টেস্টে পন্থ চোট পেয়েছিলেন। আঙুলে চোটের জন্য কিপিং করতে পারেননি। চোট সারিয়ে মাঠে নামার পর তিনি চতুর্থ টেস্ট খেলতে নামেন আর খেলতে নেমে চোট পেলেন।
কী ভাবে চোট পেলেন পন্থ?
ঘটনাটি ঘটে ৬৮ তম ওভারে। ব্যাট করছিলেন পন্থ ও বলে ছিলেন ক্রিস ওকস। ওভারের একটি ফুলার লেংথ বলে রিভার্স স্যুইপ মারতে যান পন্থ। বলের গতি বুঝতে পারেননি তিনি। প্রত্যাশার থেকে কিছুটা ধীরে এসেছিল বল। পন্থ বল মিস করেন ও সেটা সরাসরি গিয়ে লাগে তাঁর বুটে এবং তিনি পড়ে যান।
ইংল্যান্ড শিবির থেকে LBW-র জন্য আপিল করা হলেও সেটা খারিজ হয়ে যায়। এরপর মাঠে টিম ইন্ডিয়ার ফিজ়িও ও চিকিৎসক আসেন এবং পন্থের চোট পরীক্ষা করা হয়। দেখা যায় পন্থ দাঁড়াতেই পারছেন না এবং তাঁর পা থেকে রক্তও বেরোচ্ছিল। পরে মাঠে একটা মিনি অ্যাম্বুল্যান্স এনে তাতে করে পন্থকে বের করা হয়। তাঁর চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল।
পন্থ মাঠ থেকে উঠে যাওয়ার পর তাঁর জায়গায় ব্যাট করতে আসেন রবীন্দ্র জাডেজা।
Rishabh Pant is driven off the field of play after suffering some severe swelling on his right foot and Ravindra Jadeja walks out to the middle... 🩹 pic.twitter.com/vJlu5CABQ8
প্রথম দিনের খেলা শেষ
প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২৬৪। ক্রিজ়ে আছেন রবীন্দ্র জাডেজা ও শার্দূল ঠাকুরের। দুই ব্যাটারই ১৯ রানে ব্যাট করছেন। যশস্বী জয়সোয়াল করেন ৫৮, সাই সুদর্শন করেন ৬১। কেএল রাহুল ৪৬ করে আউট হন। শুবমান গিল মাত্র ১২ রান করে। পন্থ ৩৭ রান করে মাঠ ছাড়েন।