Advertisement

ব্যবধান ২৩ বছরের, গাভাসকর, দ্রাবিড়ের পরে ডাবল সেঞ্চুরির রেকর্ড গিলের

এই সময়

প্রকাশ: ৭ জুলাই, ২০২৫

গাভাসকর, দ্রাবিড়ের পর গিল,Ei Samay
গাভাসকর, দ্রাবিড়ের পর গিল,Ei Samay

১৯৭৯, ২০০২, ২০২৫। এই তিনটে সাল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। কারণ এই তিন বছরে তিন প্রজন্মের ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করলেন। তবে তিনটে আলাদা আলাদা বছরে তিনটে ডাবল সেঞ্চুরি হলেও সেটা কেন ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে? কারণ এই তিনটে বছরের মধ্যে রয়েছে একটা মিল। এই তিনটে বছরের মধ্যে রয়েছে ২৩ বছরের পার্থক্য।

১৯৭৯ ও ২০০২ সালে লন্ডনে দ্য ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন যথাক্রমে সুনীল গাভাসকর ও রাহুল দ্রাবিড়। এই দুটো ডাবল সেঞ্চুরির মধ্যে ব্যবধান ছিল ২৩ বছরের। এর পর ২০২৫ সালে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করলেন শুবমান গিল, আর ২০০২ থেকে ২০২৫ সালের মধ্যেও ব্যবধান সেই ২৩ বছরের।

Shubman Gill Double Century

এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে তিনজন ভারতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড় ও শুবমান গিল। এই তিনজনের ডাবল সেঞ্চুরির মধ্যে ব্যবধান ২৩ বছরের। অর্থাৎ, শুধু ডাবল সেঞ্চুরি করেই শুবমান গিল রেকর্ড গড়লেন না, তিনি ২৩ বছর পর ডাবল সেঞ্চুরির একটা ইউনিক রেকর্ড গড়লেন। শুধু ডাবল সেঞ্চুরিই নয়, গিল হলেন প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করলেন।

Lading . . .