Advertisement

ম্যাঞ্চেস্টার টেস্টের আগে বড় চমক, ভারতীয় দলে যোগদান তরুণ পেসারের

এই সময়

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

ভারতীয় দলে যোগদান অংশুল কম্বোজের,Ei Samay,অংশুল কম্বোজ,ANI
ভারতীয় দলে যোগদান অংশুল কম্বোজের,Ei Samay,অংশুল কম্বোজ,ANI

লর্ডসে হারের পরে সিরিজ়ে টিকে থাকতে গেলে ম্যাঞ্চেস্টার টেস্টে জেতা ছাড়া অন্য কোনও রাস্তা নেই ভারতীয় দলের। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চর্চায় জশপ্রীত বুমরা ও তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। সিরিজ় শুরুর আগে জানানো হয়েছিল তিনটি টেস্টে খেলবেন বুমরা। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে দলের স্বার্থে বাকি দুই টেস্টেও বুমরার খেলা উচিত, এমনটাই দাবি প্রাক্তনীদের। এই নিয়ে চাপ বাড়ছে শুবমান-গম্ভীরদের উপরেও।

২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। তার আগে বড় পরিবর্তন ভারতীয় দলে। আঙুলে চোট পাওয়ায় ছিটকে গেলেন তরুণ পেসার অর্শদীপ সিং। তাঁর বিকল্প হিসেবে ২৪ বছর বয়সি পেসার অংশুল কম্বোজ ডাক পেলেন ভারতীয় স্কোয়াডে।

কেন ছিটকে গেলেন অর্শদীপ?

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন প্র্যাক্টিসে চোট পেয়েছেন অর্শদীপ সিং। বোলিংয়ের সময়ে একটি বল থামাতে গিয়ে আঙুল কেটে যায় তাঁর। পরে BCCI সূত্রে জানা গিয়েছে, অর্শদীপের আঙুলে স্টিচ করতে হয়েছে। এই চোট সারতে অন্তত দশ দিন সময় লাগবে তাঁর। অর্থাৎ, ম্যাঞ্চেস্টার টেস্টে খেলার কোনও সম্ভাবনা নেই এই তরুণ পেসারের। বুমরা খেলতে না পারলে তাঁর পরিবর্তে অর্শদীপকে খেলানোর পরামর্শ দিয়েছিলেন অনেকে। কিন্তু সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই আর।

🚨 ANSHUL KAMBOJ TO INDIAN TEST TEAM 🚨

- Kamboj will Travel to England soon as a Cover up in the final 2 Tests. [Devendra Pandey from Express Sports] pic.twitter.com/SeDQuSLXN6

কেন স্কোয়াডে ডাক পেলেন অংশুল কম্বোজ?

অর্শদীপের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন এই পেসার। ভারতীয় ‘A’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছিলেন অংশুল কম্বোজ। ওই দুই ম্যাচে ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে খেলেন ৫১ রানের অপরাজিত ইনিংস। IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়েও ছন্দে ছিলেন তিনি। ৮ ম্যাচে নেন ৮ উইকেট। লোয়ার অর্ডার ব্যাটিংয়েও ভরসা জোগাতে পারেন হরিয়ানার এই ক্রিকেটার।

Anshul Kamboj

এই মুহূর্তে একাধিক চোট সমস্যায় ভুগছে ভারতীয় দল। লর্ডস টেস্টের চতুর্থ দিনে কুঁচকিতে চোট পেয়েছিলেন আর এক পেসার আকাশ দীপ। তিনি সম্পূর্ণ ফিট নন এখনও। ম্যাঞ্চেস্টার রওনা হওয়ার আগে বল করেননি নেটে। এই পরিস্থিতিতে ভারতের প্রথম একাদশে অংশুল সুযোগ পান কি না সেটাই দেখার।

Lading . . .