টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ২৭৩ জন গণছুটিতে, সেবা ব্যাহত
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির ২৭৩ জন কর্মচারী গণছুটিতে চলে গেছেন। এতে সাত উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে।
আন্দোলনরত কর্মচারীরা জানান, সারা দেশে কর্মচারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন চলমান রয়েছে। সেখানে বেশ কয়েকজনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। এর প্রতিবাদ ও তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা গণছুটিতে চলে গেছেন।
শুক্র ও শনিবার আরও অনেকেই চলে যাবেন। এতে প্রান্তিক পর্যায়ের যারা গ্রাহক রয়েছেন, তারা বিদ্যুতের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, জেলার সাতটি উপজেলায় ৬ লাখ ৩৫ হাজার গ্রাহক পল্লী বিদ্যুতের সেবা পাচ্ছেন। ৭৯৩ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে দাবি আদায়ের লক্ষ্যে ২৭৩ জন গণছুটিতে গেছে। এতে গ্রাহকদের কোনো সমস্যা হচ্ছে না। ঠিকাদারের কর্মচারী ও বিভিন্ন ইলেকট্রিশিয়ান দিয়ে সেবা দেওয়া হচ্ছে।