‘তোরা তোদের দাদাদের দেশে চলে যা’- বলা সেই বিএনপি নেতার পদ স্থগিত
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর মিরপুরের দারুসসালামে আবু সাঈদ দীপু নামে এক বিএনপি নেতার দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করেছে দলটি। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে দারুসসালাম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ দীপুর দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপি’র দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এই চিঠির অনুমোদন দেন।
জানা গেছে, বিএনপি নেতা আবু সাঈদ দীপুর দলীয় পদ স্থগিতের নেপথ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানোসহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হকের দপ্তরে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দেন দারুসসালাম থানাধীন ডিএনসিসি’র ৯ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। চিঠির একটি কপি যুগান্তরের হাতে এসেছে।
ওই চিঠিতে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উল্লেখ করেন, সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের সাধারণ হিন্দুদের সন্ত্রাসী আবু সাঈদ দীপু ও তার ছেলে কিশোরগ্যাং লিডার দিপন বিভিন্ন সময় মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবি সহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাপ-ছেলে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উদ্দেশ্য করে বলে- ‘টাকা দে, নইলে মামলা দিয়ে দিব, গ্রেফতার করিয়ে দিব। এই দেশে তোদের কী? তোরা তোদের দাদাদের দেশে চলে যা।’
শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির এক সদস্য নাম না প্রকাশে বলেন, সন্ত্রাসী দীপু গত ২৮ জুলাই আমাদের এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আসামি করে আদালতে একটি মামলা করেছে। এই মামলা থেকে নাম কাটানোর জন্য সে প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের লোকজনের মোটা অংকের টাকা দাবিসহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। ঘটনাটি আমরা ঢাকা ১৪ আসনের বিএনপি সমর্থিত এমপি প্রার্থী এসএ সিদ্দিক সাজুকে জানালে তিনি মহানগর বিএনপি নেতা আমিনুল হকের কাছে পাঠান।
এ ব্যাপারে বিএনপি নেতা আবু সাঈদ দীপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি কারো কাছে চাঁদা চাইনি। আমি স্বচ্ছলভাবে জীবন যাপন করি। আপনি ভালো করে খোঁজ খবর নেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আমার কাছে এসেছিল। দীপুর বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। ৩ মাসের জন্য তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।