Advertisement

নারায়ণগঞ্জের তিন মাদ্রাসা পরিদর্শন করলেন পাকিস্তানের বিশিষ্ট আলেম

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

পুলিশি নিরাপত্তা ছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ৩টি মাদ্রাসা দুই দিন পরিদর্শন শেষে ঢাকায় ফিরলেন পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য মাজহারুল মাজহার সাঈদ শাহ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে ফতুল্লার জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসা পরিদর্শন ও বয়ান শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন- ঢাকায় নিযুক্ত আফগানিস্তানের ডেপুটি হাইকমিশনার ড. ওয়াআইসি, জেলার হেফাজত ইসলামের সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম। এছাড়া শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান, শাইখুল হাদিস মাওলানা ফারুক আহমেদ, জামিয়া কারামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. সায়েম আহমেদসহ অন্য ওলামায়ে কেরামরা।

ফতুল্লার পাগলা আল-মাদ্রাসাতুল ইসলামিয়া আফসারুল উলুম তালতলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান বলেন, ইসলামিক সম্মেলনের জন্য আল্লামা সাইয়্যিদ পির মোহাম্মদ মাজহারুল মাজহার সাঈদ শাহ হাফি. আমাদের আমন্ত্রণে এসেছিলেন। আমাদের মাদ্রাসায় দুই ঘণ্টা বয়ান করে বুধবার রাতেই পূর্ব ইসদাইর জামিয়া কারিমিয়া মাদ্রাসায় গিয়েছেন। সেখানে বয়ান শেষে রাতে ছিলেন। বৃহস্পতিবার ফতুল্লার দেওভোগ জামিআ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় বয়ান শেষে তিনি ঢাকায় চলে গেছেন। তিনি ধর্মীয় বিষয়ে বয়ান করেছেন এবং বিশ্বের সব মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়েছেন। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা থাকায় প্রশাসনিক নিরাপত্তার জন্য আবেদন করা হয়নি।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, মাজহারুল মাজহার সাঈদ ফতুল্লায় আসার বিষয়টি আমাদের কেউ জানায়নি। এজন্য আমাদের কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

Lading . . .