Advertisement

বিশাল এক ঢাই মাছের দাম লাখ টাকা!

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীতে জেলে জীবন হালদারের জালে ধরা পড়েছে ২২ কেজি ৬শ গ্রাম ওজনের একটি বিশাল ঢাই মাছ। যার দাম হয়েছে- এক লাখ তিন হাজার ৯৬০ টাকা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বিশাল ঢাই মাছটি দৌলতদিয়ার মাছ বাজারের আড়তদার আনোয়ার হোসেন আনু খাঁর কাছ থেকে নিলামের মাধ্যমে কিনে নেন।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিলামের মাধ্যমে আমি ২২ কেজি ৬শ গ্রাম ওজনের ঢাই মাছটি ৪ হাজার ৬শ টাকা কেজি দরে মোট ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায় কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে একটু লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা যুগান্তরকে বলেন,পদ্মা নদীতে এরকম বড় ঢাই মাছ খুব একটা দেখা যায় না। তবে ইদানিং পদ্মা নদীতে মাঝে মধ্যে বড় বড় বিভিন্ন রকমের মাছ ধরা পড়ার খবর পাচ্ছি।

আরও পড়ুন

Lading . . .